পুজোর চাঁদা না দেওয়ায় এক বিজেপি নেতার ছেলেকে পিটিয়ে খুনের চাঞ্চল্যকর অভিযোগ উঠল স্থানীয় ক্লাব সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনায় ২ জন তৃণমূল কর্মী জড়িত বলেও অভিযোগ করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
নিহত যুবকের নাম প্রলয় বর্মন। অভিযুক্ত ক্লাব সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন তাঁর বাবা, স্থানীয় বিজেপি নেতা অধীর বর্মন।
বিজেপি নেতার মূল অভিযোগ
বিজেপি নেতা অধীর বর্মনের অভিযোগ অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয় ২৬ তারিখ।
রাস্তায় আটকে মারধর: অধীর বর্মনের দাবি, ওইদিন ক্লাবের সদস্যরা প্রলয় বর্মনকে রাস্তায় আটকে বেধড়ক মারধর করে।
দেহ গায়েব: মারধরের পর ক্লাব থেকে ফোনে জানানো হয়, “ক্লাবের সামনে রাখা ব্যারিকেডে ধাক্কা লেগে প্রলয় আহত হয়েছেন।” কিন্তু ক্লাবের সামনে গিয়ে ছেলেকে দেখতে পাননি বাবা অধীর বর্মন।
রেললাইন থেকে উদ্ধার: পরে রেললাইন থেকে প্রলয় বর্মনের দেহ উদ্ধার হয়।
খুনের অভিযোগ: বিজেপি নেতার স্পষ্ট অভিযোগ, ক্লাব সদস্যরা তাঁর ছেলেকে পিটিয়ে খুন করেছে।
জানা গিয়েছে, অভিযুক্ত ক্লাব সদস্যদের মধ্যে দু’জন স্থানীয় তৃণমূল কর্মী বলেও অভিযোগ উঠেছে। এই অভিযোগের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ এই ঘটনার পিছনে চাঁদা সংক্রান্ত বিতর্ক নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে।