চলতি বছরেই প্রধানমন্ত্রী পদ থেকে সরবেন মোদী? অবসর নিয়ে ইঙ্গিতবহ মন্তব্য RSS প্রধানের

“৭৫ বছর বয়স হলে সরে দাঁড়ানো উচিত”— সম্প্রতি এই মন্তব্য করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত উস্কে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য অবসরের জল্পনা। উল্লেখযোগ্যভাবে, ভাগবতের মতোই চলতি বছর সেপ্টেম্বরেই ৭৫ বছরে পা দিচ্ছেন মোদীও।

গত বুধবার নাগপুরে প্রয়াত মোরোপন্ত পিঙ্গলের নামে লেখা একটি বই প্রকাশ করতে গিয়ে ভাগবত বলেন,“৭৫ বছর বয়স মানে থেমে যাওয়ার সময়। অন্যদের জায়গা ছেড়ে দিতে হবে। মোরোপন্ত বলেছিলেন, যদি ৭৫ পেরিয়ে শাল জড়িয়ে সম্মান দেওয়া হয়, তার মানে আপনি বয়স্ক হয়ে গেছেন— এবার আপনাকে সরে দাঁড়াতে হবে।”রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এটি কেবল সাধারণ বক্তব্য নয়— বরং প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশেই একটি প্রচ্ছন্ন বার্তা।

মোহন ভাগবতের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক ও চর্চা শুরু হয়েছে।শিবসেনা (উদ্ধব গোষ্ঠী)-র সাংসদ সঞ্জয় রাউত বলেন,“লালকৃষ্ণ আডবাণী, যশবন্ত সিং, মুরলী মনোহর যোশীর মতো নেতাদের ৭৫ পেরোলে অবসরে পাঠানো হয়েছিল। এখন দেখা যাক মোদী নিজে সেই নিয়ম নিজের ওপর প্রযোজ্য করেন কি না।”

কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভির কটাক্ষ,“৭৫ বছরের সীমা মানা হয়েছে নির্বাচিতভাবে। এটি নীতিগত সিদ্ধান্ত নয়। এখনকার শাসকদের ক্ষেত্রে সেই নিয়ম প্রযোজ্য হবে না— এমনটাই দেখা যাচ্ছে।”

প্রধানমন্ত্রীর সম্ভাব্য অবসর নিয়ে আগে থেকেই চলা জল্পনা আরও জোরালো হলেও, বিজেপি সাফ জানিয়ে দিয়েছে,“দলীয় সংবিধানে অবসরের কোনও ধারা নেই। মোদী ২০২৯ পর্যন্ত নেতৃত্ব দেবেন।”এই মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ২০২৩ সালের মে মাসে।

আলোচনার মধ্যেই ভাগবতের মন্তব্যের দিনই একটি অনুষ্ঠানে নিজের অবসর-পরবর্তী স্বপ্নের কথাও শোনালেন অমিত শাহ। বললেন,“অবসরের পর আমি বেদ, উপনিষদ এবং অর্গানিক চাষে মন দিতে চাই।”যদিও তিনি অবসর নেওয়ার নির্দিষ্ট কোনও সময় উল্লেখ করেননি। গত এপ্রিলেই অমিত শাহ ৬০ বছরে পা দিয়েছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy