ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর মঙ্গলবার রাতে মেদিনীপুর সার্কিট হাউসে রাত্রিবাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে ঝাড়গ্রামের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে মেদিনীপুর শহরে হঠাৎই তাঁর কনভয় থেমে যায়। মেদিনীপুর শহরের কর্নেলগোলাতে নারায়ণ বিদ্যাভবন স্কুলে তখন রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ‘আমার পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি চলছিল। মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে কর্মসূচিটি পরিদর্শন করেন এবং উপস্থিত মানুষের সঙ্গে কথা বলেন।
মুখ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রশাসন সূত্রে জানা যায়, মুখ্যমন্ত্রী নিজেই এই কর্মসূচি পরিদর্শন করতে চেয়েছিলেন। মানুষের ব্যাপক ভিড়ের কারণে তিনি যদিও স্কুলের ভেতরে প্রবেশ করেননি, তবে বাইরে থেকেই পুরপ্রধান সৌমেন খান-এর সঙ্গে কথা বলেন। তিনি কর্মসূচির সাড়া এবং মানুষের সমস্যা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
‘আমার পাড়া আমাদের সমাধান’ প্রকল্পটি প্রতিটি বুথ এলাকায় সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারের একটি বিশেষ উদ্যোগ। এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরে মুখ্যমন্ত্রী পুরপ্রধানকে মানুষের সমস্যার দ্রুত সমাধানের পরামর্শ দেন। বেশ কয়েকজন সাধারণ মানুষও এই সুযোগে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে সক্ষম হন।
মেদিনীপুর ছাড়াও, এদিন মুখ্যমন্ত্রী খড়গপুর শহরেও তৃণমূলের স্থানীয় নেতৃত্বদের সঙ্গে কথা বলেন। খড়গপুরের তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী এবং হেমা চৌবের সঙ্গে তাঁর কথোপকথন হয়। এই নেতারা মুখ্যমন্ত্রীকে আশ্বাস দেন যে, আগামী নির্বাচনে তাঁরা খড়গপুর থেকে তৃণমূলকে জয়ী করবেন। মুখ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনকে রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ঘাটাল পরিদর্শন থেকে শুরু করে পাড়ায় সমাধান কর্মসূচির খোঁজখবর নেওয়া, এবং খড়গপুরের স্থানীয় নেতৃত্বদের সঙ্গে কথা বলা— সব মিলিয়ে মুখ্যমন্ত্রী আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।