ঘন কুয়াশায় হাড়হিম করা দুর্ঘটনা! মোহালিতে মুখোমুখি ধাক্কা ২ স্কুল বাসের,

বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল পাঞ্জাবের মোহালি। আর এই চরম আবহাওয়ার জেরেই ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। মোহালির খারার-কুরালি হাইওয়ের ওপর যমুনা অ্যাপার্টমেন্টের সামনে মুখোমুখি সংঘর্ষ হল দুটি স্কুল বাসের। শুধু সড়কপথ নয়, কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে বিমান পরিষেবাও।

স্কুল বাসের সংঘর্ষে আতঙ্ক: স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার কবলে পড়া বাস দুটির একটি ছিল ‘দিল্লি পাবলিক স্কুল’-এর এবং অন্যটি খারারের ‘সেন্ট এজরা স্কুল’-এর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বাস কুরালি থেকে আসছিল এবং অন্য বাসটি উল্টো দিক থেকে অত্যন্ত বিপজ্জনকভাবে আসছিল। কুয়াশার কারণে দৃশ্যমানতা (Visibility) প্রায় শূন্য থাকায় চালক একে অপরকে দেখতে পাননি, যার ফলে এই মুখোমুখি সংঘর্ষ ঘটে। বাসের ভেতর থাকা পড়ুয়াদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিপর্যস্ত বিমানবন্দর: ঘন কুয়াশার প্রভাব পড়েছে মোহালির শহীদ ভগত সিং আন্তর্জাতিক বিমানবন্দরেও। দৃশ্যমানতা অত্যন্ত কমে যাওয়ায় একাধিক বিমানের উড়ান বাতিল করা হয়েছে এবং বেশ কিছু বিমানকে অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সাতসকাল থেকে বিমানবন্দরে আটকে পড়ে নাকাল হচ্ছেন শত শত যাত্রী।

প্রশাসনের সতর্কতা: আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন এই এলাকায় কুয়াশার দাপট বজায় থাকবে। পরিস্থিতির গুরুত্ব বুঝে হাইওয়েতে ধীরগতিতে গাড়ি চালানোর এবং ফগ লাইট ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ। যমুনা অ্যাপার্টমেন্টের সামনের সার্ভিস রোডে এই দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy