“গোলার ঘরে এল ছোট্ট ভাই!”-৪১ বছর বয়সে ফের মা হলেন ভারতী সিং

বলিউডের জনপ্রিয় কমেডি দম্পতি ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার ঘরে এল নতুন অতিথি। ১৯ ডিসেম্বর সকালে দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিলেন ‘কমেডি ক্যুইন’ ভারতী। ৪১ বছর বয়সে ফের মাতৃত্বের স্বাদ পেলেন তিনি। এই খবর সামনে আসতেই অনুরাগী মহলে খুশির জোয়ার।

হঠাৎই বিপত্তি, শুটিং ফেলে হাসপাতালে!

শুক্রবার সকালেই ভারতীর জনপ্রিয় শো ‘লাফটার শেফ’-এর শুটিং করার কথা ছিল। কিন্তু সেটে পৌঁছানোর আগেই হঠাৎ তাঁর ওয়াটার ব্যাগ ফেটে যায়। দেরি না করে হর্ষ তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান এবং সেখানেই জন্ম হয় তাঁদের দ্বিতীয় সন্তানের। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানা গিয়েছে।

অপূর্ণ রয়ে গেল ‘গোলি’র স্বপ্ন!

ভারতী ও হর্ষ ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান লক্ষ্য (ডাকনাম গোলা) জন্ম নেয়। প্রথম থেকেই ভারতীর খুব ইচ্ছে ছিল তাঁর কোল আলো করে একটি কন্যা সন্তান আসুক। নিজের ভ্লগে তিনি একাধিকবার জানিয়েছিলেন:

  • তিনি মেয়ের নাম রাখতে চেয়েছিলেন ‘গোলি’

  • মেয়েকে দীপিকা পাড়ুকোনের মতো লেহেঙ্গা পরিয়ে সাজানোর স্বপ্ন ছিল তাঁর। যদিও দ্বিতীয়বারও পুত্র সন্তান হওয়ায় সেই ইচ্ছে অপূর্ণ থাকল, তবে দ্বিতীয় রাজপুত্রকে নিয়ে হর্ষ-ভারতীর সংসারে এখন উৎসবের আমেজ।

গর্ভাবস্থাতেও সুপার অ্যাক্টিভ ভারতী

ভারতী তাঁর গর্ভাবস্থার শেষ দিন পর্যন্ত কাজ করে গিয়েছেন। ‘লাফটার শেফ সিজন ৩’-এর শুটিং সামলানোর পাশাপাশি নিয়মিত ভ্লগিংও করেছেন তিনি। এমনকি কয়েকদিন আগেই তাঁর ম্যাটারনিটি ফটোশুট এবং হাসপাতালের জন্য গুছিয়ে রাখা ব্যাগের ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন। যমজ সন্তান হওয়ার যে গুজব রটেছিল, হর্ষ মজা করে তার উত্তরও দিয়েছিলেন নিজের স্টাইলে।

শুভেচ্ছার ঢল

গোলির ঘরে ছোট ভাই আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন ভারতী সিং-এর সহকর্মী কৃষ্ণ অভিষেক, কিকু শারদা এবং রেশমি দেশাইয়ের মতো তারকারা। এখন শুধু অপেক্ষা ভারতীর সেই ছোট্ট রাজপুত্রের প্রথম ঝলক দেখার।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy