“গোটা বাংলায় মৃত ভোটারের ছড়াছড়ি”-মমতা নিরন্ন হবেন, তৃণমূলের লাফালাফি বন্ধ হবে

রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিতর্কের মধ্যেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, “গোটা বাংলায় মৃত ভোটারে ভর্তি।” তার অভিযোগ, যদি এই মৃত ভোটারদের বাদ দেওয়া হয়, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘নিরন্ন’ হয়ে যাবেন এবং তৃণমূলের ‘লাফালাফি’ বন্ধ হয়ে যাবে। তার এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

সুকান্ত মজুমদার সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, “রাজ্যে ভোটার তালিকা এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে মৃত ব্যক্তিরাও ভোটারের তালিকায় রয়ে গেছেন। তৃণমূল এই ভুয়ো এবং মৃত ভোটারদের উপর ভর করেই নির্বাচনে জেতার চেষ্টা করে।” তিনি আরও বলেন, “যদি সুষ্ঠুভাবে ভোটার তালিকা সংশোধন করা হয় এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়, তাহলে তৃণমূলের আসল চেহারা বেরিয়ে পড়বে। আর সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এখন আতঙ্কিত।”

বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন বিহারে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ যাওয়া এবং তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার অভিযোগ ঘিরে দেশজুড়ে বিতর্ক চলছে। তৃণমূল কংগ্রেস এই প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও, বিজেপি এটিকে ভোটার তালিকা স্বচ্ছ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।

সুকান্ত মজুমদার হুঙ্কার দিয়ে বলেন, “তৃণমূলের এই লাফালাফি সব বন্ধ করে দেব। আমরা চাই রাজ্যে একটি স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি হোক, যেখানে একজনও ভুয়ো বা মৃত ভোটার থাকবে না।” তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল বিভিন্ন অনৈতিক উপায়ে ভোটার তালিকায় কারচুপি করে নিজেদের রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।

তবে, সুকান্ত মজুমদারের এই অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার করছে এবং বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তৃণমূল নেতারা বলছেন, সুকান্ত মজুমদারের মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি বিজেপির বাংলার প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাবেরই প্রতিফলন। তারা অভিযোগ করেন, বিজেপি ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাইছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা এবং ‘ভুয়ো ভোটার’ ইস্যুটি আগামী দিনে রাজ্য রাজনীতিতে একটি বড় বিতর্কের বিষয় হয়ে উঠবে। সুকান্ত মজুমদারের এই আক্রমণাত্মক মন্তব্য তৃণমূলের বিরুদ্ধে বিজেপির চাপ বাড়ানোরই ইঙ্গিত দিচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy