গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় এবং তাঁকে বাইরে বেরোতে বাধ্য করার উদ্দেশ্যে ছটপুজোর রাতে মালির বাগান খামারডাঙা এলাকায় বোমা ছোড়ার চাঞ্চল্যকর ঘটনায় শ্রীরামপুর থানার পুলিশ চার যুবককে গ্রেফতার করেছে। ঘটনার মূল অভিযুক্ত প্রেমিক সাগর মালিক ইউটিউব দেখে বোমা তৈরি করে এই কাণ্ড ঘটিয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্র ও সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ২৮ অক্টোবর মধ্যরাতে শ্রীরামপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে বোমা ছোড়া হয়। বোমার আঘাতে একটি বাড়ির দেওয়ালে আঘাত লাগে এবং জানালার কাঁচ ভেঙে যায়। ঘটনার পরই সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
সম্পর্কের টানাপোড়েন থেকে বোমাবাজি:
তদন্তে উঠে আসে, মূল অভিযুক্ত সাগর মালিকের সঙ্গে তার প্রেমিকার সম্পর্কের অবনতি ঘটেছিল। প্রেমিকা অন্য যুবকের সঙ্গে মেলামেশা শুরু করলে সাগর তা মেনে নিতে পারছিল না। এরপরই বন্ধুদের সঙ্গে আলোচনা করে সে ইউটিউব থেকে বোমা তৈরির পদ্ধতি শিখে নেয়। ছটপুজোর রাতে প্রেমিকাকে বাড়ি থেকে বেরোতে বাধ্য করার উদ্দেশ্যে সে বোমাটি ফাটায়।
৪ জন গ্রেফতার, কল্যাণীতে গা ঢাকা:
সিসিটিভি ফুটেজের ভিত্তিতে বাইকের নম্বর শনাক্ত করে পুলিশ ব্যারাকপুর থেকে চারজন অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতরা হলো— সাগর মালিক, প্রিন্স যাদব, প্রণীত পাল এবং আয়ুষ যাদব। চারজনেরই বয়স ১৮ থেকে ২০ বছর। পুলিশ জানিয়েছে, ঘটনার পরই তারা কল্যাণীতে পালিয়ে গিয়েছিল।
গ্রেফতারকৃত চারজনকে শুক্রবার শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে বোমা তৈরি ও ছোড়ার অভিযোগে মামলা দায়ের করেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।