জনপ্রিয় সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে ‘জাগো মা’ গান গাওয়ায় হেনস্থার ঘটনায় অবশেষে গ্রেফতার করা হলো অভিযুক্ত মেহবুব মল্লিককে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের এক স্কুল মালিক তথা স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত মেহবুবের বিরুদ্ধে অভিযোগ, গানটিকে ‘ধর্মনিরপেক্ষ নয়’ বলে দাবি করে তিনি শিল্পীকে মঞ্চেই বাধা দেন এবং গালিগালাজ করেন। সোমবার তাঁকে আদালতে পেশ করা হবে।
ঘটনাটি ঘটে ভগবানপুরের একটি অনুষ্ঠানে। লগ্নজিতা যখন ‘দেবী চৌধুরানী’ সিনেমার জনপ্রিয় গানটি গাইছিলেন, তখনই মেহবুব ও তাঁর অনুগামীরা মঞ্চে চড়াও হন। গান বন্ধ করতে চাপ দেওয়া হয় এবং শিল্পীকে মারধরের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। এই নজিরবিহীন পরিস্থিতির জেরে অনুষ্ঠান মাঝপথেই বন্ধ করে কলকাতায় ফিরতে বাধ্য হন লগ্নজিতা ও তাঁর দল।
তবে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। খোদ পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার (SP) মিথুন দে স্বীকার করে নিয়েছেন যে, স্থানীয় থানার পক্ষ থেকে বিষয়টি আরও সংবেদনশীল ও দক্ষতার সঙ্গে সামাল দেওয়া যেত। তিনি জানান, পুলিশের কাজে কিছুটা গাফিলতি ও গড়িমশি ছিল, যার জন্য বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। এসপি বলেন, “আমরা গায়িকার সঙ্গে যোগাযোগ রাখছি। অভিযুক্ত পলাতক থাকলেও শেষ পর্যন্ত তাকে জালে তোলা সম্ভব হয়েছে। তদন্তের স্বার্থে তাকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।”