বর্ষশেষের আনন্দ উৎসবের মাঝেই রাজস্থানের উদয়পুরে ঘটে গেল এক শিউরে ওঠা ঘটনা। একটি নামী আইটি সংস্থার সিইও এবং তাঁর দুই সহকর্মীর বিরুদ্ধে এক মহিলা ম্যানেজারকে চলন্ত গাড়িতে গণধর্ষণের অভিযোগে তোলপাড় দেশ। ঘটনার নৃসংশতা এতটাই যে, নির্যাতিতার শরীরের গোপনাঙ্গে আঘাতের চিহ্ন মিলেছে এবং তাঁর অন্তর্বাস পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশ ‘GKM IT Private Limited’-এর সিইও জীতেশ সিসোদিয়া, সহকর্মী গৌরব এবং তাঁর স্ত্রী শিল্পাকে গ্রেফতার করেছে।
ঘটনার শুরু পার্টি থেকে: গত ২০ ডিসেম্বর উদয়পুরের শোভাগপুরা এলাকার একটি হোটেলে জন্মদিন ও নতুন বছর উপলক্ষে পার্টির আয়োজন করেছিলেন সিইও জীতেশ। নির্যাতিতা তরুণী রাত ৯টা নাগাদ সেখানে পৌঁছান। রাত দেড়টা পর্যন্ত চলা ওই পার্টিতে মদ্যপান ও হুল্লোড় চলে। অভিযোগ, পার্টি শেষে যখন নির্যাতিতা বুঝতে পারেন তিনি নেশাগ্রস্ত হয়ে পড়েছেন, তখন সিইও এবং তাঁর সহকর্মী গৌরব তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। গৌরবের স্ত্রী শিল্পাও সেই সময় তরুণীকে ‘আফটার পার্টি’-র টোপ দিয়ে গাড়িতে তোলেন।
ড্যাশক্যামে বন্দি পৈশাচিকতা: অভিযোগ অনুযায়ী, রাত ১টা ৪৫ মিনিট নাগাদ গাড়িতে ওঠার পর মাঝপথে একটি দোকান থেকে ধূমপানের সামগ্রী কেনেন অভিযুক্তরা। নির্যাতিতাকে জোর করে তা সেবন করানো হয়, যার ফলে তিনি অচৈতন্য হয়ে পড়েন। আংশিক জ্ঞান ফিরলে তিনি বুঝতে পারেন, সিইও জীতেশ এবং তাঁর সহকর্মী গৌরব চলন্ত গাড়িতেই তাঁর ওপর যৌন নির্যাতন চালাচ্ছে। এমনকি ভোরে যখন তাঁকে বাড়ির সামনে নামিয়ে দেওয়া হয়, তখন তাঁর জ্ঞান ছিল না।
সম্পূর্ণ জ্ঞান ফেরার পর নির্যাতিতা দেখেন তাঁর অন্তর্বাস, মোজা এবং কানের দুল নিখোঁজ। শরীরে ছিল অসহ্য যন্ত্রণা ও আঘাতের চিহ্ন। উদয়পুরের জেলা পুলিশ সুপার যোগেশ গোয়াল জানিয়েছেন, ওই গাড়ির ড্যাশক্যাম এবং ওয়েবক্যাম থেকে অডিও-ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়েছে, যেখানে ঘটনার অকাট্য প্রমাণ মিলেছে। এই ফুটেজটিই তদন্তে সবথেকে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ ও ষড়যন্ত্রের মামলা রুজু করে আদালতে পেশ করা হয়েছে।