“গাজায় যুদ্ধ শেষ! হামাস অস্ত্র ছাড়ার প্রস্তাব মেনেছে”-ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

তেল আবিব: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলে পৌঁছানোর আগেই গাজায় যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা করেছেন। তিনি বলেন, “যুদ্ধ শেষ হয়েছে। আজ দারুণ দিন। বলা যায় নতুনভাবে শুরু হবে সব কিছু।” মার্কিন নেতার দাবি, হামাস অস্ত্র ছাড়ার প্রস্তাব মেনে নিয়েছে এবং সেই মোতাবেক কাজ করবে।

ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে, হামাস ২০ জন ইসরায়েলি বন্দীকে রেড ক্রসের হাতে তুলে দিয়েছে। বন্দীদের দুই ধাপে মুক্তি দেওয়া হয়—প্রথম ধাপে সাতজন এবং পরে ১৩ জনকে। তাঁরা প্রায় দুই বছর পর নিজেদের দেশে ফিরছেন। যাঁদের মুক্তি দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন এভিয়াটার ডেভিড, অ্যালন ওহেল, আভিনাটান ওর, এরিয়েল কুনিও, ডেভিড কুনিও, নিমরোদ কোহেন, বার কুপারস্টাইন, ইয়োসেফ চেইম ওহানা, সেগেভ কালফন, এলকানা বোহবোট, ম্যাক্সিম হারকিন, এইটান হর্ন এবং রম ব্রাস্লাভস্কি।

অন্যদিকে, এই চুক্তির অংশ হিসেবে ইজরায়েলও ১৯০০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। রেড ক্রসের হাতে স্থানান্তরিত হওয়ার আগে ইজরায়েলি পণবন্দীরা ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

মধ্যস্থতাকারী ট্রাম্পের ২০ দফা প্রস্তাব:

যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী ডোনাল্ড ট্রাম্প গাজা শান্তি সম্মেলনে যোগদানের জন্য তাঁর নির্ধারিত মিশর সফরের আগে ইজরায়েলে পৌঁছেছেন এবং সেই দেশের সংসদে ভাষণ দেবেন। তিনি গাজা ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির জন্য আহ্বান জানিয়েছেন এবং ২০ দফা প্রস্তাবের রূপরেখা তুলে ধরেছেন। এই প্রস্তাবে যুদ্ধ অবিলম্বে বন্ধ করার পাশাপাশি গাজার যুদ্ধ-পরবর্তী শাসনব্যবস্থার জন্য একটি কাঠামো তৈরির কথা বলা হয়েছে। ট্রাম্প হামাসকে হুঁশিয়ারি দেওয়ার পরই তারা চুক্তিতে সম্মত হয়।

ইজরায়েল থেকে ট্রাম্প মিশরে যাবেন। সেখানে সোমবার প্যালেস্টাইনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস-সহ অন্তত ২০ জন রাষ্ট্রনেতার সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে তাঁর বৈঠক রয়েছে। এই সম্মেলনে ভারতের তরফেও একজন প্রতিনিধি উপস্থিত থাকতে পারেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy