গাজায় বিনা চিকিৎসায় মৃত্যুমিছিল! বিদেশে সরানোর অপেক্ষায় প্রাণ হারিয়েছেন ১০০০-এর বেশি রোগী

যুদ্ধবিধ্বস্ত গাজায় স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ায় তৈরি হয়েছে চরম মানবিক সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) শুক্রবার এক ভয়াবহ তথ্য প্রকাশ করে জানিয়েছে যে, গত দেড় বছরে উন্নত চিকিৎসার জন্য গাজার বাইরে সরানোর অপেক্ষায় থাকাকালীন ১,০০০-এর বেশি রোগীর মৃত্যু হয়েছে। রাষ্ট্রসংঘের এই সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস জানিয়েছেন, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ১০,৬০০ জন রোগীকে গাজা থেকে সরানো সম্ভব হয়েছে, যার মধ্যে ৫,৬০০ জনই শিশু।

তবে উদ্বেগের বিষয় হলো, এখনও অন্তত ১৬,৫০০ জনের জরুরি চিকিৎসার প্রয়োজন, যা প্রকৃত অর্থে আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের নভেম্বরের মধ্যে ১,০৯২ জন রোগী স্রেফ অপেক্ষারত অবস্থায় প্রাণ হারিয়েছেন। টেড্রোস বিশ্বের বিভিন্ন দেশকে গাজার রোগীদের জন্য সীমান্ত খুলে দেওয়ার এবং পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে চিকিৎসার ব্যবস্থা পুনরুদ্ধারের আবেদন জানিয়েছেন। যদিও বর্তমানে মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতি চলছে, তবুও ইজরায়েল ও হামাসের পারস্পরিক অভিযোগের জেরে পরিস্থিতি এখনও যথেষ্ট ভঙ্গুর।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy