গনি খানের গড়ে বড় খেলা! মমতার ঘর ভেঙে কংগ্রেসে ফিরলেন মৌসম বেনজির নূর

২০২৬-এর বিধানসভা ভোটের আগে বাংলার রাজনীতিতে সবথেকে বড় ধামাকা! তৃণমূল কংগ্রেসের সাথে সম্পর্ক ছিন্ন করে নিজের পুরনো ঘর অর্থাৎ জাতীয় কংগ্রেসে ফিরে গেলেন প্রভাবশালী কোতোয়ালি পরিবারের কন্যা তথা রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। শনিবার দিল্লির এআইসিসি (AICC) সদর দফতরে ঘাসফুল ছেড়ে হাতের পতাকা তুলে নেন তিনি।

দিল্লিতে যোগদান, পাশে প্রদেশ সভাপতি শনিবার দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন মৌসম। এই সময় তাঁর পাশে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মালদহের রাজনীতিতে এই ভোলবদল যে তৃণমূলের জন্য এক বিশাল ধাক্কা, তা নিয়ে কোনও সন্দেহ নেই রাজনৈতিক মহলের।

৩ দিনেই মোহভঙ্গ? তুঙ্গে জল্পনা মৌসমের এই সিদ্ধান্ত আরও বেশি চমকপ্রদ কারণ মাত্র ৭২ ঘণ্টা আগেই তৃণমূল কংগ্রেস তাঁকে মালদহ জেলার চারটি বিধানসভা কেন্দ্রের গুরুত্বপূর্ণ ‘কো-অর্ডিনেটর’ পদে নিয়োগ করেছিল। সেই দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় তাঁর দলবদল রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি করেছে।

কেন এই ঘরওয়াপসি? এক নজরে মৌসমের সফর: প্রয়াত জননেতা বরকত গনি খান চৌধুরীর উত্তরসূরি মৌসম ২০০৯ এবং ২০১৪ সালে কংগ্রেসের টিকিটেই মালদহ উত্তর থেকে সাংসদ হয়েছিলেন। ২০১৯-এর লোকসভা ভোটের আগে তিনি তৃণমূলে যোগ দিলেও সেই নির্বাচনে বিজেপির খগেন মুর্মুর কাছে পরাজিত হন। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রাজ্যসভায় পাঠান। তবে ২০২৪-এর লোকসভা বা গত বিধানসভা ভোটেও তাঁকে সেভাবে টিকিট না দেওয়ায় ক্ষোভ জমছিল বলে ধারণা করা হচ্ছে।

মালদহে বদলে গেল সমীকরণ বর্তমানে মালদহের কোতোয়ালি পরিবারের ইশা খান চৌধুরী পশ্চিমবঙ্গের একমাত্র কংগ্রেস সাংসদ। এবার তাঁর বোন মৌসমও ফিরে আসায় মালদহে কংগ্রেসের সংগঠন কয়েক গুণ শক্তিশালী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে, ২৬-এর ভোটের আগে গুরুত্বপূর্ণ জেলা নেতাকে হারিয়ে প্রবল অস্বস্তিতে শাসক দল তৃণমূল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy