রাজস্থানে রান্নার কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন দুর্গাপুরের ফরিদপুরের বাসিন্দা শ্রীমন্ত মাল (৪২)। গত ২২ জুলাই তিনি রাজস্থানে পৌঁছনোর পর ২৩ জুলাই পরিবারের সঙ্গে শেষ কথা হয়। এরপর থেকে তাঁর কোনো খোঁজ না পাওয়ায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিখোঁজ শ্রমিকের বাড়িতে পৌঁছে পরিবারের সঙ্গে কথা বলেছে।
শ্রীমন্ত মাল, ৪২ বছর বয়সী, দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির ছাতিমতলা বাগদিপাড়ার বাসিন্দা। জানা গেছে, দুর্গাপুরের তামলার বাসিন্দা কাশী সিং নামের এক ব্যক্তির সঙ্গে তিনি রাজস্থানে রান্নার কাজ করতে গিয়েছিলেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত মাসের ২৩ তারিখ শ্রীমন্ত ফোন করে জানান যে, কাজটি তাঁর পছন্দ হয়নি এবং তিনি বাড়িতে ফিরে আসছেন। কিন্তু এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ মেলেনি, এবং তিনি বাড়িতেও ফিরে আসেননি।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফরিদপুর ফাঁড়ির পুলিশ শ্রীমন্ত মালের বাড়িতে আসে এবং পরিবারের সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে। বর্তমানে পুলিশ রাজস্থান পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বলে জানা গেছে। শ্রীমন্ত মালের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে পরিবার ও এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ নিখোঁজ শ্রমিকের দ্রুত সন্ধান পাওয়ার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে।