আমেরিকার নীতি এখন স্পষ্ট— আঘাত এলে প্রত্যাঘাত হবে আরও ভয়াবহ। সিরিয়ায় আইএসআইএস-এর হামলায় তিন মার্কিন নাগরিকের মৃত্যুর পর এবার ‘অপারেশন হকআই স্ট্রাইক’ শুরু করল আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সাফ জানিয়েছেন, পৃথিবীর যে প্রান্তেই আমেরিকানদের ওপর হামলা হোক না কেন, ওয়াশিংটন তাদের খুঁজে বের করে চরম শাস্তি দেবে।
গত ১৩ ডিসেম্বর সিরিয়ার পালমিরায় মার্কিন কনভয়ে হামলায় দুই সেনা ও এক অনুবাদক নিহত হন। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পালটা আক্রমণে নামে মার্কিন বাহিনী। ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পাওয়ার পর এফ-১৫ ঈগল, এ-১০ থান্ডারবোল্ট এবং অ্যাপাচে হেলিকপ্টার নিয়ে আকাশপথে হামলা চালাচ্ছে আমেরিকা।
ইতিমধ্যে জঙ্গিদের ৭০টি গোপন আস্তানা ও অস্ত্রের গুদাম গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আমেরিকাকে হুমকি দিলে ফল হবে মারাত্মক।” এই অভিযানে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টকেও সমর্থনের বার্তা দিয়েছে হোয়াইট হাউস।