খালিদ জামিলের চেয়ারে স্টিভেন ডায়াস, নতুন করে দল সাজাতে ইস্টবেঙ্গলের মাদি তালালকে দলে টানল জামশেদপুর এফসি!

যৌথ সম্মতিতে ইস্টবেঙ্গল এফসি-র (East Bengal FC) সঙ্গে চুক্তি ছিন্ন করার কথা ঘোষণা করার পরই দ্রুত নতুন দল পেয়ে গেলেন ফরাসি মিডফিল্ডার মাদি তালাল (Madih Talal)। আইএসএল-এর (Indian Super League) চলতি মরসুমে তিনি এক বছরের চুক্তিতে জামশেদপুর এফসি-তে (Jamshedpur FC) যোগ দিয়েছেন। ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগেই লাল-হলুদ ব্রিগেড থেকে তাঁর সরে আসার খবর আসায় নতুন দলে যোগ দিতে তাঁর কোনো বাধা রইল না।

JFC-তে নতুন কোচ, নতুন পরিকল্পনা
জামশেদপুর এফসি এখন নতুন করে দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই মরসুমে তাদের বড় পরিবর্তন এসেছে কোচিং বিভাগে। আইএসএল-এর এই ফ্র্যাঞ্চাইজির সফল প্রধান কোচ খালিদ জামিল (Khalid Jamil) জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ায় তিনি দল ছেড়েছেন।

খালিদের শূন্যস্থান পূরণের জন্য জামশেদপুর এফসি-র প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন স্টিভেন ডায়াস (Steven Dias)। এই প্রাক্তন ফুটবলার এতদিন খালিদের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং এবার প্রধান কোচ হিসেবে উন্নীত হলেন।

ডায়াসের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় JFC
খালিদ জামিলের মতোই স্টিভেনও মাহিন্দ্রা ইউনাইটেডের (Mahindra United) হয়ে খেলেছেন। এই প্রাক্তন মিডফিল্ডার একসময় জাতীয় দলের হয়েও খেলেছেন, ফলে কোচ হিসেবে তাঁর খেলার সেই অভিজ্ঞতা এবার দলের পারফরমেন্সে কাজে লাগাতে চাইছে জামশেদপুর।

মাদি তালালের মতো অভিজ্ঞ ফরাসি মিডফিল্ডারকে দলে টেনে নতুন কোচ স্টিভেন ডায়াস দল পুনর্গঠন এবং আসন্ন মরসুমের জন্য শক্তিশালী ভিত তৈরি করার পথে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন বলেই মনে করা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy