খড়গপুরে পুলিশের মেগা অপারেশন! লরি নিয়ে ডাকাতির ছক বানচাল, জালে ভিনরাজ্যের ৭ পান্ডা

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে এক দুঃসাহসিক ডাকাতির ছক ভেস্তে দিল জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে ভিনরাজ্যের সাতজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ভোররাতে খড়গপুর লোকাল থানার অন্তর্গত অকড়া বসন্তপুর এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর এই রুদ্ধশ্বাস অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা লরি ও একটি চারচাকা গাড়ি নিয়ে জাতীয় সড়কের ধারে জড়ো হয়েছিল। কোনো বড় ধরনের ডাকাতি বা লুঠপাট চালানোর উদ্দেশ্য ছিল তাদের। খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশবাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং পালানোর আগেই হাতেনাতে সাতজনকে ধরে ফেলে। উদ্ধার হয়েছে তাদের ব্যবহৃত একটি চারচাকা গাড়ি, একটি লরি এবং ডাকাতি করার জন্য মজুত রাখা একাধিক সরঞ্জাম।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত সাতজনই ভিনরাজ্যের বাসিন্দা। কোনো বড় আন্তঃরাজ্য ডাকাত দলের সঙ্গে তারা যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই বড়সড় সাফল্য নিয়ে রবিবার একটি সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে জেলা পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালীর। শীতের মরশুমে হাইওয়েতে সক্রিয় হওয়া দুষ্কৃতীদের দমনে এই অভিযান পুলিশের এক বড় জয় হিসেবে দেখা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy