ক্লান্তিকর সত্য, ‘UPSC-তে সফলদের ৭৪% বিনামূল্যে কোচিং নিয়েছিল! ড্রিষ্টি আইএএস-এর প্রতারণা ফাঁস, দিতে হবে জরিমানা

সফলতার মিথ্যা বিজ্ঞাপন ও তথ্য গোপন করার অভিযোগে দেশের স্বনামধন্য কোচিং প্রতিষ্ঠান ড্রিষ্টি আইএএস (Drishti IAS)-কে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA) বড় অঙ্কের জরিমানা করেছে। প্রতিষ্ঠানটি তাদের বিজ্ঞাপনে স্পষ্টভাবে “ইউপিএসসি সিএসই ২০২২-এ ২১৬+ সিলেকশন”-এর দাবি করেছিল এবং সফল প্রার্থীদের নাম ও ছবিও প্রকাশ করেছিল।

গোপন করা হয়েছিল গুরুত্বপূর্ণ তথ্য

উপভোক্তা আদালত তাদের পরীক্ষায় দেখেছে যে, ড্রিষ্টি আইএএস-এর এই দাবিটি বিভ্রান্তিকর ছিল এবং এতে সফল প্রার্থীরা কোন ধরনের এবং কত দিনের কোর্স নিয়েছিলেন, সেই গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হয়েছিল।

তদন্তে আরও প্রকাশ পায় যে, ড্রিষ্টি আইএএস কর্তৃক দাবি করা ২১২ জন প্রার্থীর মধ্যে ১৬২ জন প্রার্থী (প্রায় ৭৫%) শুধুমাত্র তাদের ফ্রি ইন্টারভিউ গাইডেন্স প্রোগ্রাম (IGP) নিয়েছিলেন। এই প্রার্থীরা নিজেদের চেষ্টায় ইউপিএসসি সিএসই-এর প্রিলিমিনারি ও মেনস পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরই কেবল বিনামূল্যে সাক্ষাৎকারের গাইডেন্স নিয়েছিলেন। অন্য দিকে, মাত্র ৫৪ জন শিক্ষার্থী ইন্টারভিউ গাইডেন্স প্রোগ্রাম বা অন্য কোনও কোর্সে ভর্তি ছিলেন।

উপভোক্তা আদালতের মতে, গুরুত্বপূর্ণ তথ্য উদ্দেশ্যমূলকভাবে আড়াল করার কারণে ইউপিএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরা বিভ্রান্ত হয়েছেন। তাঁরা মনে করেছেন যে ড্রিষ্টি আইএএস-ই ইউপিএসসি পরীক্ষার প্রতিটি পর্যায়ে এই প্রার্থীদের সাফল্যের জন্য দায়ী। আদালত এই কার্যকলাপকে উপভোক্তা সুরক্ষা আইন, ২০১৯-এর ২(২৮) ধারার অধীনে ‘বিভ্রান্তিকর বিজ্ঞাপন’ হিসেবে অভিহিত করেছে।

‘ড্রিষ্টি আইএএস-এর পুনরাবৃত্ত লঙ্ঘন’

উপভোক্তা আদালত আরও উল্লেখ করেছে যে, এই একই ধরনের অসদাচরণের জন্য কোচিং প্রতিষ্ঠানটিকে দ্বিতীয় বারের মতো জরিমানা করা হলো। এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরেও ড্রিষ্টি আইএএস-কে “ইউপিএসসি সিএসই ২০২১-এ ১৫০+ সিলেকশন”-এর বিভ্রান্তিকর দাবির জন্য জরিমানা করা হয়েছিল। সেই ক্ষেত্রেও, ১৭১ জন প্রার্থীর মধ্যে ১৪৮ জনই ছিলেন শুধুমাত্র IGP কোর্সের ছাত্র।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ৫৪টি কোচিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য নোটিশ জারি করা হয়েছে এবং ২৬টি প্রতিষ্ঠানের উপর ৯০.৬ লাখ টাকারও বেশি জরিমানা ধার্য করা হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy