বড়দিনের উৎসবের আবহে সাতসকালে রণক্ষেত্রের চেহারা নিল ডানলপ ব্রিজ এলাকা। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপর প্রকাশ্যে চলা এক জুয়ার আসরকে কেন্দ্র করে ছড়াল ব্যাপক উত্তেজনা। অভিযোগ, জুয়াড়িদের অতর্কিত হামলায় রক্তাক্ত হয়েছেন এক বেসরকারি বাস সংস্থার কর্মী। বন্দুকের বাট দিয়ে মেরে তাঁর থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম সুভাষ বসু। তিনি একটি বেসরকারি বাস সংস্থায় কর্মরত। অভিযোগ, বৃহস্পতিবার যখন সাধারণ মানুষ বড়দিনের আনন্দে মেতেছেন, তখন ডানলপ ব্রিজের ওপর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে দিনের আলোয় রমরমিয়ে চলছিল জুয়ার ঠেক। সুভাষবাবু সেখানে বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় জুয়ার আসর থেকে কয়েকজন দুষ্কৃতী তাঁর কাছে এসে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় শুরু হয় বচসা। অভিযোগ, এর পরেই দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র বের করে তার বাট দিয়ে সুভাষের মাথায় ও শরীরে আঘাত করতে থাকে। গুরুতর জখম অবস্থায় তাঁর কাছ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা।
ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি এলাকায় পৌঁছায় বরানগর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আসার আগেই দুষ্কৃতীরা গা ঢাকা দিলেও, ঘটনাস্থলে গিয়ে জুয়ার ঠেকগুলি ভেঙে দেয় পুলিশ। উৎসবের দিনে জনবহুল এলাকায় এমন দুঃসাহসিক হামলায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে নিত্যযাত্রীদের মধ্যে। আক্রান্ত যুবক বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং তল্লাশি চালানো শুরু হয়েছে।