প্রখ্যাত সংগীতশিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু মামলায় এক নাটকীয় মোড় এসেছে। সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মহন্ত, যিনি বর্তমানে আসাম পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন, তিনি মামলার তদন্তভার সিবিআই (CBI) বা এনআইএ (NIA)-এর হাতে তুলে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন।
মহন্ত, যাকে সম্প্রতি জুবিন গার্গের ম্যানেজারসহ অন্যান্যদের সঙ্গে গ্রেফতার করা হয়েছে, তিনি এই মামলায় নিজের বিরুদ্ধে আনা হত্যা (Murder) এবং অন্যান্য অভিযোগকে “ভিত্তিহীন” বলে দাবি করেছেন। তাঁর আবেদনে, তিনি আসাম পুলিশের সিআইডি (CID)/এসআইটি-র (SIT) হাত থেকে কেন্দ্রীয় এজেন্সির কাছে তদন্ত হস্তান্তরের দাবি জানিয়েছেন।
গ্রেফতার হওয়া সত্ত্বেও মহন্ত সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত বিচারকের তত্ত্বাবধানে তদন্তের উপর নজরদারির আর্জিও জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, মিডিয়া এবং সাধারণ মানুষের ব্যাপক সমালোচনার কারণে তাঁর জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার উপর গুরুতর হুমকি রয়েছে এবং তাঁকে “পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার” করা হচ্ছে।
শ্যামকানু মহন্তের এই আবেদন জুবিন গার্গ মৃত্যু মামলার তদন্তকে আরও জটিল করে তুলল। আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) ইতোমধ্যে এই মামলায় চারজনকে গ্রেফতার করেছে এবং তদন্ত জোরদার করেছে।