নতুন বছরের শুরুতেই স্বমহিমায় ফিরলেন বিরাট কোহলি! নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে অনবদ্য ব্যাটিং করে ৪৪ বলে ঝোড়ো হাফসেঞ্চুরি হাঁকালেন কিং কোহলি। একইসাথে আন্তর্জাতিক ক্রিকেটে গড়লেন ২৮,০০০ রানের বিশাল মাইলফলক। সচিন তেন্ডুলকর ও কুমার সাঙ্গাকারার পর বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে এই নজির গড়লেন বিরাট।
কোহলির ব্যাটে রানের ফোয়ারা: ২০২৬ সালের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ৩০১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে ভারত। রোহিত শর্মা দ্রুত আউট হলেও, কোহলি এসে ইনিংসের হাল ধরেন। বরাবরই রান তাড়া করতে তিনি পারদর্শী। এদিনও আগ্রাসী মেজাজে ব্যাট করে দলের রান রেট ধরে রাখেন। তাঁর উপস্থিতিতে অধিনায়ক শুভমন গিলও ফর্মে ফেরেন। মাত্র ২৩ বলে ১০ রান করে অপরাজিত থাকা গিল, নিজের ইনিংস শেষ করেন ৭১ বলে ৫৬ রান করে। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। অন্যদিকে, চারটি চার মেরে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন বিরাট।
২৮,০০০ রানের এলিট ক্লাবে কোহলি: ক্রিকেট মহলে ফের একবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন বিরাট কোহলি। ২৮,০০০ আন্তর্জাতিক রান করার মাইলফলক স্পর্শ করে তিনি সচিন তেন্ডুলকর এবং কুমার সাঙ্গাকারার মতো কিংবদন্তিদের এলিট ক্লাবে প্রবেশ করলেন। বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত পারফর্মেন্সের পর আন্তর্জাতিক ম্যাচেও বিরাটের এই ছন্দ দেখে ভারতীয় ক্রিকেট সমর্থকরা উচ্ছ্বসিত।
রোহিতের ঝলক: যদিও বড় রান পাননি রোহিত শর্মা, তবে তাঁর ব্যাটেও আত্মবিশ্বাসের ঝলক দেখা গেছে। ২৯ বলে ২৬ রান করে আউট হলেও, তিনটি চার ও দুটি ছক্কা মেরে নিজের ফর্মের ইঙ্গিত দিয়েছেন। ঘরোয়া ক্রিকেটেও তাঁর ছন্দ ছিল চোখে পড়ার মতো। ২০২৭ বিশ্বকাপের আগে বিরাট ও রোহিতকে এই ফর্মে দেখে ভারতের ক্রিকেটপ্রেমীরা দারুণ খুশি।