কোচবিহারে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় বিক্ষোভের মুখে পড়েছে। নিউ কোচবিহার স্টেশন চত্বরে তৃণমূল কর্মী-সমর্থকরা কালো পতাকা নিয়ে জড়ো হয়ে শুভেন্দুর কনভয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিরোধী দলনেতার এসপি অফিস অভিযানের নির্ধারিত কর্মসূচি ছিল।
খাগড়াবাড়ির যে রাস্তা দিয়ে শুভেন্দু অধিকারীর যাওয়ার কথা ছিল, সেখানে আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। কিন্তু হঠাৎ করেই তৃণমূল কর্মী-সমর্থকরা সেখানে জড়ো হয়ে যান। শুভেন্দুর কনভয় পৌঁছাতেই প্রথমে কালো পতাকা নিয়ে বিক্ষোভ শুরু হয়। এরপর ইট, বাঁশ এবং লাঠি দিয়ে কনভয়ের গাড়িগুলোতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। সংবাদমাধ্যমের ক্যামেরায় এই হামলার চিত্র ধরা পড়েছে। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “কোচবিহারে তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করেছে। পুলিশের সহায়তায় হেনস্তা এবং গাড়ির ওপর হামলা চালানো হয়েছে।”
অন্যদিকে, তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, “সারা বাংলা জুড়ে বাংলাভাষী মানুষের ওপর আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ চলছে। ওনার ওপর কেউ হামলা করেননি, মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।”
মন্ত্রী উদয়ন গুহ সরাসরি বলেন, “যারা বাংলা ভাষাকে অপমান করে, তাদের নিস্তার নেই। মানুষ তাদের কালো পতাকা দেখাবে। তারা যেখানেই যাবে, সেখানেই আমাদের কর্মীদের তরফে বিক্ষোভ দেখানো হবে।” এই ঘটনাকে ঘিরে কোচবিহারে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।