কোচবিহারের পথে শুভেন্দুর কনভয় লক্ষ্য করে TMCP-র স্লোগান, গোবর-জল দিয়ে রাস্তা সাফাই!

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোচবিহার সফরের প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেস এবং তাদের ছাত্র সংগঠন টিএমসিপি (TMCP) বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন করেছে। শুভেন্দুর যাত্রাপথে ১৯টি জায়গায় এনআরসি (NRC)-এর বিরোধিতা করে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

শুভেন্দু অধিকারীর কনভয় যখন কোচবিহারের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন টিএমসিপি কর্মীরা তাকে লক্ষ্য করে স্লোগান দেয়। নিউ কোচবিহার স্টেশনের কাছে তৃণমূল কর্মীরা কালো পতাকা হাতে নিয়ে জমায়েত হন। বাবুরহাটে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্না কর্মসূচিও পালন করা হয়।

জলপাইগুড়িতে গোবর-জল দিয়ে রাস্তা সাফাই:
সবচেয়ে বিতর্কিত ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। সেখানে শুভেন্দুর কনভয় চলে যাওয়ার পর টিএমসিপি কর্মীরা গোবর ও জল দিয়ে রাস্তা ‘শুদ্ধ’ করার নামে রাস্তা সাফাই করেন। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে এই ধরনের আচরণকে গণতন্ত্র বিরোধী এবং কুরুচিপূর্ণ বলে আখ্যায়িত করা হয়েছে।

বিজেপি-র প্রতিক্রিয়া:
বিজেপি নেতৃত্ব এই ধরনের প্রতিবাদকে তৃণমূলের রাজনৈতিক দেউলিয়াপনার লক্ষণ হিসেবে দেখছে। তাঁদের মতে, তৃণমূলের এই ধরনের কার্যকলাপ রাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করছে। শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

এই প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে কোচবিহারের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আগামী দিনে এই ধরনের রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy