‘কে বেঁচে থাকত কে জানে!’—’অপারেশন সিঁদুর’ নিয়ে ফের আতঙ্কে কাঁপলেন শেহবাজ

ফের একবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মিশরের রিসর্ট শহরের গাজা শান্তি বৈঠকের মঞ্চে ট্রাম্পের প্রশংসা করতে গিয়ে পাক প্রধানমন্ত্রী কার্যত ‘অপারেশন সিঁদুর’-এর আতঙ্ক প্রকাশ করেন।

শেহবাজ শরিফ বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের অক্লান্ত প্রচেষ্টার পর মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে।” এখানেই না থেমে তিনি ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্বও ট্রাম্পকেই দিলেন। পাক প্রধানমন্ত্রীর এই মন্তব্য শুনে আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “এটা বেশ সুন্দর ছিল। আমি এতটা প্রশংসা আশা করিনি। আমি আশা করি এরপর ভারত এবং পাকিস্তান সুন্দর ভাবে একসঙ্গে থাকবে।”

‘কে বেঁচে থাকত কে জানে!’—আতঙ্কে কাঁপলেন শেহবাজ
চার দিনের ভারত-পাক সামরিক সংঘর্ষের কথা স্মরণ করতে গিয়ে ভয়ে বুক কেঁপে ওঠে শেহবাজ শরিফের। তিনি ট্রাম্পকে দেখিয়ে বলেন, “এই ভদ্রলোক যদি না থাকতেন… ভারত এবং পাকিস্তান উভয় দেশই পরমাণু শক্তিধর… কে জানে সেই কাহিনী বলার জন্য তাহলে কে বেঁচে থাকত!” তাঁর চোখেমুখে যেন এখনও সেই সামরিক আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল।

আন্তর্জাতিক মহলের একাংশ অবশ্য মনে করছেন, বিশ্বের তাবড় নেতাদের সামনে পাক প্রধানমন্ত্রীর এহেন মন্তব্য সম্পূর্ণরূপে একটি কূটনৈতিক চাল—যার উদ্দেশ্য ট্রাম্পের মাধ্যমে ভারতের ওপর চাপ সৃষ্টি করা।

উল্লেখ্য, গত ২২ এপ্রিলের নৃশংস জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর বদলা নিতে ভারত ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়েছিল। ৭ মে পাক অধিকৃত কাশ্মীরে (PoK) ভারতীয় সেনা একের পর এক জঙ্গি ঘাঁটি উড়িয়ে শতাধিক জঙ্গিকে নিকেশ করে। পরের দিনগুলিতে সামরিক উত্তেজনা তুঙ্গে ওঠে। পাকিস্তান ভারতীয় বিমানঘাঁটিগুলিতে আঘাত হানার চেষ্টা করলে, পাল্টা জবাবে ভারত রাওয়ালপিন্ডি, করাচি, লাহোরের মতো শহরে মিসাইল আছড়ে ফেলে পাকিস্তানের ১১টি সামরিক ঘাঁটি অকেজো করে দেয়।

এই পরিস্থিতিতে গত ১০ মে পাকিস্তান সংঘর্ষ থামানোর আর্জি নিয়ে খোদ ভারতের দরজায় কড়া নেড়েছিল। সেই আর্তি মেনেই ভারত অপারেশন সিঁদুর স্থগিত করতে সহমত হয়েছিল। সেই ভয়ঙ্কর স্মৃতিই গাজার মঞ্চে কার্যত তুলে ধরলেন শেহবাজ শরিফ। মার্কিন প্রেসিডেন্টের কমিউনিকেশন পরামর্শদাতা মার্গো মার্টিন সোশ্যাল মিডিয়ায় শেহবাজ শরিফের সেই বক্তব্য পোস্টও করেছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy