কে এই ‘জেবু’? তারেক পরিবারের খুদে সদস্যের জন্য খোলা হলো আলাদা পেজ

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে বৃহস্পতিবার জন্মভূমিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তাঁর এই প্রত্যাবর্তন কেবল রাজনৈতিক গুরুত্বেই সীমাবদ্ধ থাকেনি; বরং আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তারেক পরিবারের এক ‘নিঃশব্দ’ সঙ্গী—সাইবেরিয়ান বিড়াল ‘জেবু’। তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানের সঙ্গে একই ফ্লাইটে লন্ডন থেকে ঢাকা পৌঁছেছে এই লোমশ সদস্য। জাইমা রহমানের এই প্রিয় পোষ্যটিকে বরণ করে নিতে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে।

বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে ‘জেবু দেশে ফিরেছে’—এই সংক্ষিপ্ত পোস্টের পর থেকেই নেটিজেনদের কৌতূহল তুঙ্গে। সাইবেরিয়ান ব্রিডের এই বিড়ালটি মূলত জাইমা রহমানের দত্তক নেওয়া। গত কয়েক মাসে তারেক রহমানের মোবাইল ফোনের স্ক্রিনের দিকে জেবুর একদৃষ্টে তাকিয়ে থাকার একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই সে ইন্টারনেট সেলিব্রেটিতে পরিণত হয়। এই অভাবনীয় জনপ্রিয়তা নিয়ে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান নিজেই বলেন, “বিড়ালটি আমার মেয়ের হলেও এখন সে আমাদের সবার প্রিয়। আমরা ওকে খুব ভালোবাসি।”

জেবুর দেশে ফেরা উদযাপন করতে নেটিজেনরা ফেসবুক স্টিকার ও মিম তৈরি করছেন। এমনকি তারেক রহমান ঢাকা পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই জেবুর নামে একটি আলাদা ‘অফিশিয়াল’ ফেসবুক পেজও চালু করা হয়েছে। বিএনপির কন্টেন্ট জেনারেশন টিমের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, স্যাটায়ার ও হালকা মেজাজের কন্টেন্ট নিয়ে এই পেজটি পরিচালিত হবে। দীর্ঘ প্রবাস জীবনের অবসানে তারেক পরিবারের এই মানবিক ও ব্যক্তিগত দিকটি রাজনৈতিক উত্তেজনার মাঝে এক টুকরো শান্তির পরশ নিয়ে এসেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy