কেরলে আবারও হাতির তাণ্ডবের এক ভয়াবহ ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে কার্যত শিউরে উঠতে হয়। এবার আথিরাপল্লীর রাস্তায় এক বুনো হাতি নিজের শুঁড় দিয়ে একটি চলন্ত গাড়িকে সজোরে ঠেলে সরিয়ে দিয়েছে। এই রোমহর্ষক ঘটনাটি কেরলের হাতি-উপদ্রুত এলাকার নিত্যদিনের বিপদকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
ভিডিওতে দেখা যাচ্ছে, আথিরাপল্লীর একটি রাস্তা দিয়ে বিশাল আকারের একটি বুনো হাতি এগিয়ে আসছে। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ি হাতির একেবারে সামনে পড়ে যায়। কোনো রকম সুযোগ না দিয়ে হাতিটি নিজের শুঁড় ব্যবহার করে গাড়িটিকে ঠেলতে শুরু করে। হাতিটি যেন গাড়িটিকে তার পথ থেকে সরিয়ে দিতে চাইছিল। গাড়িটিকে ঠেলে রাস্তার একপাশে সরিয়ে দেওয়ার পর হাতিটি নির্বিঘ্নে নিজের পথে চলে যায়। এই দৃশ্য ক্যামেরাবন্দী হওয়ার পর থেকেই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়, যা দেখে নেটিজেনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কেরলে, বিশেষ করে বনভূমি সংলগ্ন এলাকাগুলিতে, হাতির হামলা এখন আর নতুন কোনো ঘটনা নয়। প্রায়শই কেরল থেকে হাতির তাণ্ডবের নিত্যনতুন ভিডিও উঠে আসে। তবে এবারের ঘটনাটি কিছুটা ভিন্ন। সাধারণত মানুষ দেখতে পেলে হাতি উত্তেজিত হয় বা আক্রমণ করে। কিন্তু এই ক্ষেত্রে মানুষ দেখতে না পেয়ে, শুঁড় দিয়ে গাড়ি ঠেলতে শুরু করেছে বুনো হাতি, যা হাতির আচরণে এক নতুন মাত্রা যোগ করেছে।