দু’দিনের ঠাসা কর্মসূচি নিয়ে রাজ্যে পা রেখেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। বৃহস্পতিবার বিধাননগর সেক্টর ফাইভে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেন তিনি। আর সেই বৈঠক থেকেই রাজ্যের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ শানালেন নাড্ডা। তাঁর সাফ কথা, ওড়িশা বা দিল্লির মতো বাংলাতেও এবার পরিবর্তনের হাওয়া বইছে।
“সব হবে, এবার পদ্ম ফুটবে”
বিজেপির রাজ্য দপ্তরে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্যসহ দলের পাঁচ সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। সেখানে নাড্ডা বলেন, “বাংলায় আশার আলো দেখা যাচ্ছে। যারা একসময় আয়ুষ্মান ভারতকে রুখে দেওয়ার চেষ্টা করেছিল, মানুষ তাদেরই প্রত্যাখ্যান করছে।” ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উদাহরণ টেনে তিনি দাবি করেন, যারা কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্প আটকেছিল, তারা আজ গদিচ্যুত। নাড্ডার কথায়, “দিল্লিতে কেজরিওয়াল আয়ুষ্মান ভারত নাকচ করেছিলেন, মানুষ ওনাকেই সরিয়ে দিল। বাংলাতেও এবার ‘হবে না’ রাজনীতি শেষ হয়ে ‘সব হবে’ রাজনীতি শুরু হবে। এখানেও পদ্ম ফুটবে।”
আজকের কর্মসূচি: নজর থাকবে কল্যাণীতে
সফরের দ্বিতীয় দিন অর্থাৎ আজ, ৯ জানুয়ারি নাড্ডার সূচি অত্যন্ত ব্যস্ত। সকালে কলকাতার চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট (CNCI) পরিদর্শনের পাশাপাশি বিকেলে তিনি যাবেন কল্যাণী এইমস-এ (AIIMS Kalyani)।
বিকেল ৪টে নাগাদ কল্যাণী এইমস-এ একাধিক পরিষেবার উদ্বোধন করবেন তিনি:
-
রেডিয়েশন অনকোলজি বিভাগ।
-
ট্রমা ও জরুরি চিকিৎসা বিভাগ।
-
অত্যাধুনিক নিউমেটিক টিউব সিস্টেম।
রাজনৈতিক মহলের মতে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করতেই নাড্ডার এই ঝটিকা সফর। একদিকে সাংগঠনিক বৈঠক আর অন্যদিকে উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন— দুই অস্ত্রেই বাংলা জয়ের ব্লু-প্রিন্ট সাজাচ্ছেন বিজেপির চাণক্য।