কৃষকদের জন্য বরাদ্দ করা অনুদানের কোটি কোটি টাকা সরকারি আমলা এবং মন্ত্রীদের ব্যক্তিগত গাড়ির পেছনে খরচ হয়েছে— এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মধ্যপ্রদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG) রিপোর্টে। বৃহস্পতিবার বিধানসভায় জমা পড়া ‘ফার্টিলাইজার ডেভেলপমেন্ট ফান্ড’ সংক্রান্ত এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, CAG রিপোর্টে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে কৃষকদের উন্নয়ন, সার প্রদান, প্রশিক্ষণ ও ভর্তুকি প্রদানের জন্য অনুমোদিত টাকা ব্যবহার করা হয়েছে সরকারি আমলা ও মন্ত্রীদের গাড়িতে তেল ভরা, সার্ভিসিং করানো এবং ড্রাইভারদের বেতন দেওয়ার জন্য। এই পাঁচ বছরে কৃষকদের জন্য নির্ধারিত অনুদানের প্রায় ৯০ শতাংশই সরকারি গাড়ির পেছনে খরচ করা হয়েছে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ২.২৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে মাত্র ২০টি সরকারি গাড়ির জন্য।
এই সময়কালে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে ছিলেন বর্তমান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ২০১৮ সালে কংগ্রেস ক্ষমতায় এলেও মাত্র এক বছরের মধ্যে তাদের সরকার ভেঙে যায় এবং শিবরাজ সিং চৌহান আবার ২০২৩ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী হন।
এই প্রসঙ্গে গত বছরও প্রশ্ন উঠেছিল যখন রাজ্যের স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন-এর গাড়ির পেছনে বিপুল খরচের বিষয়টি সামনে আসে। তখন একজন আধিকারিক দাবি করেছিলেন যে এই গাড়িগুলি কৃষকদের সঠিক ভাবে সার সরবরাহ করা হচ্ছে কিনা তা তদারকির জন্য ব্যবহৃত হয়। তবে এই বছরের CAG রিপোর্টে সেই যুক্তি খারিজ করে দেওয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সরকারি গাড়ির পেছনে খরচ এই প্রকল্পের মূল উদ্দেশ্যকে সম্পূর্ণভাবে ছাপিয়ে গিয়েছে, যা কৃষকদের প্রতি অবহেলা এবং সরকারি অর্থের অপব্যবহারের এক জঘন্য উদাহরণ। এই ঘটনার পর মধ্যপ্রদেশের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।