কুলগামের আখাল জঙ্গলে দীর্ঘ অভিযানের পর এবার জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ারে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নেমেছে ভারতীয় সেনাবাহিনী। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কিশ্তওয়ারের ডাল এলাকায় রবিবার সকালে তল্লাশি অভিযান শুরু করে জওয়ানরা। সে সময়ই লুকিয়ে থাকা জঙ্গিরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলে উভয় পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়। সর্বশেষ খবর অনুযায়ী, কিশ্তওয়ারের এই এলাকায় এখনো সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ চলছে। ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডলে এই খবর নিশ্চিত করেছে।
একই সময়ে কুলগামের আখাল জঙ্গলে ১ আগস্ট থেকে শুরু হওয়া জঙ্গিদমন অভিযান এখনো চলছে। ওই অভিযানে পাঁচজনেরও বেশি জঙ্গিকে নিকেশ করা হয়েছে। যদিও এই অভিযানে দুই ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গেছে, পাহাড়ি ও গভীর জঙ্গল হওয়ায় জঙ্গিরা সেখানে লুকিয়ে থাকায় সেনাবাহিনীকে এই অভিযান চালাতে বেগ পেতে হচ্ছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগামে পর্যটকদের উপর পাক-সমর্থিত জঙ্গিদের হামলার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে পাকিস্তানকে কঠোর জবাব দেয়। এর পর থেকেই উপত্যকার বিভিন্ন এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান আরও জোরদার করা হয়েছে। পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিদেরকেও জুলাই মাসের শেষ সপ্তাহে নির্মূল করা হয়েছে। কিশ্তওয়ারের এই নতুন অভিযান উপত্যকায় জঙ্গিমুক্ত পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে সেনাবাহিনীর ধারাবাহিক প্রচেষ্টার একটি অংশ।