কিডনি অকেজো, ভক্তদের ভালোবাসার প্রস্তাব ফিরিয়ে দিলেন প্রেমানন্দ মহারাজ, কেন তিনি আজ আধ্যাত্মিক ঐক্যের প্রতীক?

ভারতের অন্যতম শ্রদ্ধেয় আধ্যাত্মিক সাধক প্রেমানন্দ জি মহারাজ বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। তাঁর দু’টি কিডনিই অকেজো হয়ে পড়েছে এবং দীর্ঘ সময় ধরে তিনি নিয়মিত ডায়ালিসিস নিচ্ছেন। মহারাজের অসুস্থতার খবরে দেশজুড়ে ভক্ত, সেলিব্রিটি ও বিশিষ্ট ব্যক্তিত্বরা তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন।

ভক্তদের অগাধ ভালোবাসা, কিন্তু মহারাজের প্রত্যাখ্যান

মহারাজের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই হাজার হাজার ভক্ত, এমনকি অনেক সেলিব্রিটি, নিজেদের কিডনি দান করার প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছেন। কিন্তু প্রত্যেকবারই মহারাজ বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন:

“আমি কারও জীবনে কষ্ট আনতে চাই না। এই শরীর যতদিন আছে, ততদিনই ভগবানের সেবা করব।”

ভারতে কিডনি প্রতিস্থাপন ‘Transplantation of Human Organs and Tissues Act’ দ্বারা নিয়ন্ত্রিত। যদিও আইনে নিকটাত্মীয়রাই দান করতে পারেন, তবুও ভক্তদের এই অকুণ্ঠ ভালোবাসা ধর্ম, জাতি ও ভাষার সীমানা ছাড়িয়ে গেছে। সম্প্রতি এক মুসলিম ভক্ত সুফিয়ান আল্লাহাবাদি সৌদি আরবের মদিনা শহরে বসে মহারাজের আরোগ্য কামনা করেছেন।

শৈশব থেকে ভক্তির পথে যাত্রা
কানপুরে জন্ম নেওয়া অনিরুদ্ধ কুমার পাণ্ডে মাত্র ১৩ বছর বয়সে সংসার ত্যাগ করে বৃন্দাবনের রাধাবল্লভী সম্প্রদায়ে দীক্ষিত হন। তারপর থেকেই তাঁর জীবন উৎসর্গিত রাধা-কৃষ্ণ ভক্তিতে।

দর্শন: প্রেমানন্দ মহারাজ ‘রসিক প্রথার’ অন্যতম বিশিষ্ট সাধক, যেখানে রাধা-কৃষ্ণের প্রেমই ভক্তির সর্বোচ্চ রূপ। তাঁর শিক্ষাদান, ব্রহ্মচর্য ও আত্মসংযমের দর্শন তাঁকে এক বিরল উদাহরণে পরিণত করেছে।

শারীরিক সমস্যা: তাঁর অসুস্থতার কারণ হলো Polycystic Kidney Disease (PKD), যা একটি জেনেটিক রোগ। দুই দশক ধরে তিনি এই রোগের চিকিৎসা নিচ্ছেন এবং এখন তাঁকে প্রতিদিন ডায়ালিসিস নিতে হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় আধ্যাত্মিক বিপ্লব

শেষ কয়েক বছরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মহারাজের জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়েছে। প্রতিদিন তাঁর বক্তব্য, কীর্তন ও সৎসঙ্গ শুনতে লক্ষাধিক মানুষ অনলাইনে যুক্ত হন। তাঁর জনপ্রিয়তার কারণেই প্রতিদিন রাত ২টায় বৃন্দাবনে তাঁর পদযাত্রা হতো, যেখানে হাজার হাজার ভক্ত অংশ নিতেন। তবে স্বাস্থ্যের অবনতির কারণে সেই পদযাত্রা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

অসংখ্য ভক্ত এখন একসঙ্গে প্রার্থনা করছেন: “রাধে রাধে, মহারাজ আবার ফিরে আসুন আমাদের মাঝে, ভালোবাসা ছড়িয়ে দিন আগের মতোই।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy