কিংবদন্তি দৌড়বিদ ফৌজা সিংয়ের মৃত্যু, অনাবাসী ভারতীয়কে গ্রেপ্তার করল পুলিশ

কিংবদন্তি ম্যারাথন রানার ফৌজা সিংয়ের রহস্যজনক মৃত্যুতে এক অনাবাসী ভারতীয়কে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। ধৃতের নাম অমৃতপাল সিং, যাঁর বয়স প্রায় ৩০ বছর এবং যিনি কানাডায় বসবাস করেন। তাঁর বিরুদ্ধে ফৌজা সিংকে গাড়িচাপা দিয়ে খুন করার অভিযোগ উঠেছে। পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনা ঘটানো গাড়িটিও বাজেয়াপ্ত করেছে।

সিসিটিভি ফুটেজ ও গাড়ির মালিকানা থেকে অভিযুক্তের খোঁজ
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর থেকেই অভিযুক্ত গাড়িচালকের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। যে গাড়িটি ফৌজাকে ধাক্কা মেরেছিল, সেটি কপূরথালার বাসিন্দা বারীন্দ্র সিংয়ের নামে নথিভুক্ত ছিল। বারীন্দ্র সিংকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনিই পুলিশকে জানান যে, গাড়িটি তিনি অমৃতপাল নামে এক তরুণকে বিক্রি করেছেন। এই সূত্র ধরেই পুলিশ অমৃতপালকে গ্রেপ্তার করে। অমৃতপাল জলন্ধরের করতারপুরের বাসিন্দা এবং পরিবারের সঙ্গে কানাডায় থাকেন। দুর্ঘটনার মাত্র এক সপ্তাহ আগেই তিনি ভারতে এসেছিলেন।

দুর্ঘটনার বিবরণ ও ফৌজা সিংয়ের মৃত্যু
গত সোমবার বিকেলে পাঞ্জাবের জলন্ধরে নিজের গ্রাম বিয়াসে হাঁটতে বেরিয়েছিলেন ফৌজা সিং। বিকেল সাড়ে ৩টা নাগাদ রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রবীণ এই দৌড়বিদ রাস্তায় ছিটকে পড়েন। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত জলন্ধরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১১৪ বছর বয়সী এই ম্যারাথন রানার ফৌজা সিংয়ের মৃত্যু হয়।

এই ঘটনায় ম্যারাথন বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy