কাশ্মীরে অব্যাহত জঙ্গি দমন অভিযান, ‘অপারেশন আখাল’-এ নিকেশ ৫ জঙ্গি

জম্মু ও কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাহিনীর জঙ্গি দমন অভিযান তীব্র গতিতে চলছে। ‘অপারেশন মহাদেব’-এর সাফল্যের পর এবার ‘অপারেশন আখাল’-এ নিরাপত্তা বাহিনী বড় সাফল্য পেয়েছে। তিন দিন ধরে চলা এই অভিযানে এ পর্যন্ত মোট ৫ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে, যাদের মধ্যে ২ জনকে আজ, রবিবার সকালে খতম করা হয়েছে। এই অভিযানে এক জওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে।

গোটা জম্মু-কাশ্মীর জুড়েই নিরাপত্তা বাহিনীর ‘অপারেশন আখাল’ বর্তমানে সক্রিয় রয়েছে। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার ঘন জঙ্গলে গত শুক্রবার থেকে শুরু হওয়া এই অভিযান তৃতীয় দিনে পড়েছে। গতকাল সারা রাত ধরে ওই এলাকায় দফায় দফায় গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এখনও পর্যন্ত অভিযান জারি রয়েছে এবং জঙ্গিদের খোঁজে পুলিশ, সেনা ও সিআরপিএফ যৌথভাবে চিরুণি তল্লাশি চালাচ্ছে।

পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়েই ‘অপারেশন আখাল’ শুরু করা হয়। কুলগামের আখাল জঙ্গল সম্পূর্ণ ঘিরে ফেলা হয়। জঙ্গিরাই প্রথম নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায়, যার ফলে দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। শুক্রবার রাতে কিছুক্ষণের জন্য গুলির লড়াই থামলেও, শনিবার সকাল থেকে আবারও দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়।

শনিবার যৌথ বাহিনীর অভিযানে তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছিল। আজ রবিবার সকালে আরও দুই জঙ্গিকে খতম করার ফলে এই অভিযানে মোট নিহত জঙ্গির সংখ্যা ৫-এ পৌঁছল। নিহত জঙ্গিরা সকলেই ‘দ্য রেজিস্টেন্স ফ্রন্ট’ (TRF)-এর সদস্য বলে জানা গেছে। উল্লেখ্য, এই জঙ্গি গোষ্ঠীটি সম্প্রতি পহেলগাঁও জঙ্গি হামলার নেপথ্যে ছিল বলে নিরাপত্তা বাহিনী মনে করছে। উপত্যকায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে নিরাপত্তা বাহিনীর এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy