‘কান্নার দৃশ্যে গ্লিসারিন লাগে না, হৃদয় থেকে আসে’: অভিনয় প্রসঙ্গে শুভশ্রী গাঙ্গুলী

বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের অভিনয় কৌশল ও আবেগপ্রবণতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, চরিত্রের গভীরে সম্পূর্ণভাবে ডুবে গিয়ে অভিনয় করতে তিনি ভালোবাসেন, আর এজন্য কখনো তাকে কৃত্রিম উপায়ে চোখের জল ফেলতে হয় না।

‘নিজেকে উজাড় করে দিই অভিনীত চরিত্রে’
শুভশ্রী তাঁর অভিনয়ের প্রসঙ্গে বলেন, “আমি প্রচণ্ড আবেগপ্রবণ। যা করি অন্তর থেকে করি, নিজেকে উজাড় করে দিই অভিনীত চরিত্রে।” তাঁর কথায়, “আজ পর্যন্ত কান্নার দৃশ্যে কোনো দিন গ্লিসারিন ব্যবহার করতে হয়নি। নিজে থেকেই চোখে জল এসে যায়।” অভিনেত্রীর এই সাবলীল অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন তাঁর পরিচালকেরাও।

শুভশ্রী আরও বলেন, “এত ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। প্রত্যেকটি চরিত্রে নিজেকে নতুন করে আবিষ্কারের চেষ্টা করি। এই প্রচেষ্টা ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতেও জারি থাকবে।”

‘বিনোদিনী’ রূপে শুভশ্রী জগন্নাথ ধামে
এদিকে, শুভশ্রীর নতুন ছবি ‘গিরিশ ঘোষ’-এর শুটিং সম্প্রতি জগন্নাথ ধামে অনুষ্ঠিত হয়েছে। এই ছবিতে তাঁকে ‘বিনোদিনী’ রূপে দেখা গেছে, যা দর্শকদের মধ্যে ইতোমধ্যেই দারুণ কৌতূহল সৃষ্টি করেছে। জরিপাড় সবুজ বালুচরি শাড়ি, পুরনো আমলের গয়না এবং সাবেকি চুলের ছাঁদে শুভশ্রীকে ঐতিহ্যবাহী সাজে অত্যন্ত মানানসই লাগছিল।

বড়সড় বিনুনি, বাহারি খোঁপা এবং সোনালি কাঁটা দিয়ে সেজে উঠেছিলেন তিনি। হাতে ছিল বাহারি বটুয়া। ছবিতে ‘গিরিশ ঘোষ’ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ব্রাত্য বসু। তাঁদের ‘বিনোদিনী’ শুভশ্রী এবং ‘গিরিশ ঘোষ’ ব্রাত্য বসুর জগন্নাথ মন্দিরে বেড়াতে আসার একটি দৃশ্যের শুটিং করা হয়। এই দৃশ্যগুলি ছবির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy