পুণ্য সঞ্চয়ের উদ্দেশ্যে দীর্ঘ কানওয়ার যাত্রায় বেরিয়ে চরম দুর্ভোগের শিকার হলেন বিজেপি সাংসদ এবং ভোজপুরি গায়ক মনোজ তিওয়ারি। সুলতানগঞ্জ থেকে খালি পায়ে ১১০ কিলোমিটার পথ অতিক্রম করে বাবা বৈদ্যনাথের মন্দিরে শিবের মাথায় জল ঢালতে গিয়ে তাঁর পায়ে গুরুতর ফোস্কা পড়ে যায়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তাঁকে শেষ পর্যন্ত হুইলচেয়ারে করে বাকি পথ অতিক্রম করতে হয়। তাঁর এই দুর্দশার ছবি বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
গত ৩০ বছর ধরে রাজনীতিতে ব্যস্ত থাকার কারণে কানওয়ার যাত্রায় অংশ নিতে পারেননি মনোজ তিওয়ারি। তবে সম্প্রতি তিনি আবার এই পুণ্যযাত্রায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। গত ৩ আগস্ট তিনি যখন দিল্লি ফিরে আসেন, তখন সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক অবস্থার কথা জানান। তিনি বলেন, “জয় ভোলেনাথ, জয় বৈদ্যনাথ। অর্ধরাতে দিল্লি পৌঁছেছি। ১১০ কিলোমিটারের কানওয়ার যাত্রা। খালি পায়ে এই দীর্ঘপথ পাড়ি দিলাম। যে শক্তি আমায় চালিত করেছে, লক্ষ্যে পৌঁছে দিয়েছে, সে মহাদেব ছাড়া আর কেউ নয়।”
পায়ে ব্যান্ডেজ, হুইলচেয়ারে বসে কষ্টের সফর
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, মনোজ তিওয়ারি হুইলচেয়ারে বসে আছেন এবং তাঁর পায়ে ব্যান্ডেজ জড়ানো। তিনি জানান, এই সফরের পর তাঁর পায়ের ছাল উঠে গিয়েছে। তবে শারীরিক কষ্টের পাশাপাশি তিনি হৃদয়ে এক “দৈব অনুভূতি” লাভ করেছেন বলেও জানান। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
ভোজপুরী সিনেমার জনপ্রিয় শিল্পী মনোজ তিওয়ারির ঈশ্বরভক্তি সকলের কাছেই পরিচিত। অতীতে একাধিকবার তিনি কানওয়ার যাত্রায় অংশ নিয়েছেন। তবে দীর্ঘ রাজনৈতিক জীবনের পর এই বছরই তিনি আবার সেই যাত্রায় ফিরেছিলেন। শিবের ভজন ও “বোম ভোলে” স্লোগান দিতে দিতে যাত্রা শুরু করলেও, পথেই তিনি শারীরিক সমস্যার সম্মুখীন হন। এই ঘটনা আবারও প্রমাণ করে যে, ধর্মীয় বিশ্বাস এবং ভক্তি মানুষকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করার সাহস জোগায়।