উত্তরপ্রদেশের মোরাদাবাদে চাঞ্চল্যকর ঘটনা। নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন সর্বেশ সিং নামে এক বুথ লেভেল অফিসার (BLO)। মাত্র ৪৬ বছর বয়সী এই সহকারী স্কুল শিক্ষক আত্মহত্যার আগে একটি সকরুণ ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাঁকে তীব্র কান্নায় ভেঙে পড়ে কাজের চাপের কথা জানাতে দেখা গিয়েছে।
ভিডিওতে সর্বেশ সিং:
সর্বেশ সিংকে গত ৭ অক্টোবর বিএলও নিযুক্ত করা হয়েছিল এবং এটিই ছিল তাঁর প্রথম ভোটের ডিউটি। পুলিশের অনুমান, আত্মহত্যার আগে তোলা ভিডিওতে তিনি পুরোপুরি ভেঙে পড়েন। চোখের জলে ভাসতে ভাসতে তিনি তাঁর কাজ শেষ করতে না পারার ব্যর্থতার কথাও স্বীকার করে নেন।
ক্ষমা প্রার্থনা: কঠিন পরিশ্রম করেও কাজ শেষ করতে না পারার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। মা-বোনকে আত্মহত্যার জন্য ক্ষমা চেয়ে তাঁর চারটি ছোট মেয়েদের দেখাশোনার অনুরোধ জানান।
কাজের চাপ: অঝোরে কাঁদতে কাঁদতে তিনি বলেছেন, “আমি নিদারুণ চাপের মধ্যে রয়েছে। গত ২০ দিন ধরে ঘুমোতে পারিনি।”
তিনি এও বলেন যে তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নন এবং এ ব্যাপারে তাঁর পরিবারের কাছে যেন কেউ কিছু না জানতে চান।
পরিবারের অভিযোগ:
রবিবার ভোরে সর্বেশ সিংয়ের স্ত্রী বাবলি দেবী তাঁকে বাড়ির গুদামঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশ ঘটনাস্থল থেকে হাতে লেখা দু’পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। পুলিশেরও ধারণা, তিনি বিএলও-র কাজের চাপ নিতে পারছিলেন না, সে কারণে হতাশায় ভুগছিলেন। পরিবারও কমিশনের বিরুদ্ধে একই অভিযোগ করেছে।
একাধিক রাজ্যে একই সমস্যা:
জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ভোটার সংশোধন তালিকা নিয়ে বেশ কয়েকজন বিএলও-র আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। প্রত্যেকেরই অভিযোগ, এত কাজের চাপ যা সময়মতো শেষ করা যাচ্ছে না, পাশাপাশি উর্ধ্বতন কর্তৃপক্ষের অসহনীয় চাপ আসছে। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, কেরল, ছত্তীসগড়, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশ, রাজস্থান ও তামিলনাড়ু-সহ একাধিক রাজ্যে এই তালিকা সংশোধনের কাজ চলছে।