‘কাজ না করলে কাউন্সিলরদের সরাব’, নেতাজি ইন্ডোরে BLA-দের কড়া নির্দেশ মমতার!

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুথ লেভেল এজেন্টদের (BLA) নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। দলের কাজে যাঁরা ঢিলেমি দেবেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় BLA-দের নির্দেশ দিয়ে বলেন, প্রত্যেক পোলিং স্টেশনে মৃত, নিখোঁজ এবং অনুপস্থিত ভোটারদের তালিকা ধরে বাড়ি বাড়ি ঘুরে যাচাই করতে হবে। বিশেষ করে ফর্ম ৬ ও ফর্ম ৮ জমা দেওয়ার ক্ষেত্রে ভোটারদের সরাসরি সাহায্য করার কথা বলেন তিনি। তাঁর সতর্কবার্তা, “খেয়াল রাখতে হবে বাইরের কোনো লোকের নাম যেন তালিকায় না ওঠে। এমনকি AI দিয়ে ভোটার তালিকায় কারচুপি করা হচ্ছে কি না, সেদিকেও কড়া নজর রাখতে হবে।”

কাউন্সিলর ও ব্লক প্রেসিডেন্টদের কাজের নিরিখেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যে সকল কাউন্সিলররা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যার কথা শুনছেন না, তাঁদের আমি পরিবর্তন করে দেব। ভোটারদের যাতে কোনো হয়রানি না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব এমএলএ এবং ব্লক প্রেসিডেন্টদের।” শুনানির নোটিশ পাওয়া ভোটারদের সাহায্য করার জন্য প্রয়োজনে বুথে বুথে ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্প করার নির্দেশও দিয়েছেন তৃণমূল নেত্রী।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy