তৃণমূলের চিফ হুইপ পদ থেকে সরে দাঁড়ানোর পর বুধবার সংসদের বাইরে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নতুন চিফ হুইপ যদি তার চেয়ে ভালো কাজ করেন, তাহলে তিনি খুশি হবেন এবং আশা করেন যে তাকে ‘অযোগ্য’ প্রমাণ করা হবে। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনার জন্ম দিয়েছে।
সম্প্রতি এক ভার্চুয়াল বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় দলের কার্যকলাপে অসন্তোষ প্রকাশ করেন। এরপরই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সেই দায়িত্ব এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ন্যস্ত হয়েছে। এরপর কল্যাণ চিফ হুইপ পদ থেকে পদত্যাগ করলে নেত্রী সেই পদত্যাগপত্র গ্রহণ করেন। বর্তমানে কল্যাণের জায়গায় কাকলি ঘোষ দস্তিদারকে লোকসভায় দলের কাজ দেখাশোনার ভার দেওয়া হয়েছে।
বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “নতুন যিনি চিফ হুইপ হয়েছেন, তার জন্য আমার শুভেচ্ছা রইল। আমার থেকে বেটার পারফরম্যান্স করবেন। আশা করব তাঁরা আমাকে ইনকম্পিটেন্ট (অযোগ্য) প্রমাণ করে দেবেন। পরবর্তীতে যাঁরা আছেন, তাঁরা যদি ভালো করে করেন, তাহলে তো ভালোই।”
এরপর তিনি বলেন, “জীবনে যা কিছু হয়, তা ভালোর জন্য হয়। ভগবান যা করেন তা ভালোর জন্য করেন।” এই কথা বলেই তিনি আদালত সংক্রান্ত একটি মামলার কথা বলে সেখান থেকে চলে যান।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কল্যাণের এই মন্তব্য তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের ইঙ্গিত বহন করছে। দলীয় নেতৃত্বের প্রতি তার এই পরোক্ষ সমালোচনা দলের মধ্যে তার অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।