মন্দিরে পুজো দিতে গিয়ে সাধুর আশীর্বাদ নিতে গিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু আশীর্বাদের বদলে তার স্ত্রীর গলা থেকে সোনার হার ছিনতাই করে পালাল চারজন। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার অন্তর্গত পুরনো কল্যাণেশ্বরী মন্দিরের কাছে। সাধু বেশে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে তিনজন উত্তরাখণ্ডের এবং একজন হরিয়ানার বাসিন্দা।
জানা গেছে, ঝাড়খণ্ডের বাসিন্দা কৃষ্ণ বাউরি সোমবার তার স্ত্রী ও সন্তানদের নিয়ে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে এসেছিলেন। পুজো শেষে ফেরার পথে দামাগড়িয়া রেলব্রিজের কাছে চারজন সাধু বেশে তাদের পথ আটকায়। আশীর্বাদ দেওয়ার নাম করে তারা কৃষ্ণের স্ত্রীর গলা থেকে মঙ্গলসূত্র ছিনিয়ে নেয়। এরপর একটি চার চাকার গাড়িতে করে তারা দ্রুত কলকাতার দিকে পালিয়ে যায়।
এই ঘটনার পর কৃষ্ণ বাউরি কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং গাড়ির নম্বর ট্র্যাক করে। পরে জানা যায়, গাড়িটি আবার ঝাড়খণ্ডের দিকে ফিরে আসছে। এই খবর পেয়ে চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত মেলাকলা সংলগ্ন রাস্তায় পুলিশ নাকা তল্লাশি শুরু করে। সেখানেই গাড়িটি আটক করে চারজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতরা ছদ্মবেশ ধারণ করে মন্দিরে আসা পুণ্যার্থীদের কাছ থেকে ছিনতাই করত। এই চক্রের পেছনে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার ধৃতদের আসানসোল আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় মন্দিরে আসা পুণ্যার্থীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একইসঙ্গে, পুলিশ সবাইকে অপরিচিত ব্যক্তির সঙ্গে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।