কলেজ ফেস্টে মদের গ্লাস নিয়ে মহিলার সঙ্গে ‘জামাল কুদু’ গানে নাচ TMCP নেতার! ভাইরাল ভিডিও

হাতে মদের গ্লাস, মাথায় ঝাঁকুনির তালে তালে হিন্দি গানের বিট— ‘জামাল কুদু’-র সুরে এক মহিলার সঙ্গে উদ্দাম নাচে মত্ত এক যুবক। না, কোনও বার বা নাইটক্লাব নয়, ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার ভৈরব গাঙ্গুলি কলেজ। আর এই যুবক আর কেউ নন— তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা রানা বিশ্বাস।

ভিডিয়ো ভাইরাল হতেই রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক। সিপিএম থেকে বিজেপি— সব পক্ষই একযোগে তোপ দেগেছে তৃণমূলের দিকে। সাউথ ক্যালকাটা ল কলেজের ধর্ষণ কাণ্ডের পর একাধিক কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের কার্যকলাপ নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। কোথাও ছাত্রীকে দিয়ে TMCP নেতার পা টিপানো, কোথাও ছাত্রদের উপর অশালীন চাপ, আর এবার সামনে এল বেলি ড্যান্সের এই নতুন কাণ্ড।

জানা গিয়েছে, রানা বিশ্বাস বছর দশেক আগে এই কলেজ থেকেই স্নাতক হয়েছেন। তাঁর মা কামারহাটি পৌরসভার কাউন্সিলর। কলেজের ফেস্টে তাঁর এই অংশগ্রহণ নিয়ে কলেজ কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি, আর রানা নিজেও নীরব। তবে কলেজের গভর্নিং বডির সদস্য ও কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানালেন, “আমি ভিডিয়োটা দেখেছি। ওটা মদের গ্লাস কি না জানি না। তবে কলেজ ফেস্টে একটু নাচ-গান হয়ই। এতে অসুবিধা কোথায়?”

তবে বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিরোধীরা।

সিপিএম রাজ্য কমিটির সদস্য এবং ভৈরব গাঙ্গুলি কলেজের প্রাক্তন ছাত্রনেতা সায়নদীপ মুখোপাধ্যায় বলেন, “আমাদের সময়ে এই সংস্কৃতি ছিল না। এখন কলেজ ফেস্টের নামে যা হচ্ছে তা লজ্জাজনক। ভৈরব গাঙ্গুলি কলেজ এক সময় গর্ব ছিল, এখন তা ব্যঙ্গের পাত্র।”

সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় সরাসরি অভিযোগ করেন, “তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিণাঙ্কুর ভট্টাচার্যের প্রশ্রয়েই এইসব চলছে। কলেজ ফেস্ট মানেই এখন উচ্ছৃঙ্খলতা, মদের গ্লাসে নাচ।”

বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, “তৃণমূল কলেজগুলিকে ক্লাব বানিয়ে দিয়েছে। কলেজের সংস্কৃতি বলে কিছু নেই। মনোজিৎ, রানা বিশ্বাস, সন্দীপ ঘোষ— সবাই তৃণমূলের ছত্রছায়ায়। মদের গ্লাস মাথায় নিয়ে বেলি ড্যান্স করছে এখনকার ছাত্রনেতারা!”

তবে সব কিছুর মাঝেও প্রশ্ন থেকে যাচ্ছে— কলেজের ছাত্রনেতা হয়েও পাশ করার এক দশক পরে কীভাবে রানা বিশ্বাস কলেজের ফেস্টে এমনভাবে অংশ নিলেন? উত্তর নেই কলেজ প্রশাসনের কাছেও।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy