কলকাতা পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, সন্দেহজনক ‘কাস্ট সার্টিফিকেট’ নিয়ে বিতর্ক!

কলকাতা পুলিশে নিয়োগ পাওয়া একজন কনস্টেবলের কাস্ট সার্টিফিকেট নিয়ে সন্দেহ ওঠায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ২০১২ সালের কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় চাকরিপ্রার্থীদের একাংশের এসটি সার্টিফিকেট ‘সন্দেহজনক’ বলে অভিযোগ উঠেছিল। পশ্চিমবঙ্গের আদিবাসী কল্যাণ সমিতির অভিযোগের ভিত্তিতে লালবাজার এই তদন্ত শুরু করেছে।

অভিযোগ ও তদন্তের প্রেক্ষাপট
পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি মোট ৯৪ জন কনস্টেবলের এসটি সার্টিফিকেট নিয়ে লালবাজারে অভিযোগ দায়ের করে। এই অভিযোগ পাওয়ার পর কলকাতা পুলিশ একাধিক জেলার প্রশাসনের কাছে সংশ্লিষ্ট কাস্ট সার্টিফিকেটগুলোর সত্যতা যাচাই করার জন্য রিপোর্ট চেয়ে পাঠায়।

ইতিমধ্যে ৭৮ জনের রিপোর্ট হাতে পেয়েছে লালবাজার। জেলা প্রশাসন থেকে আসা রিপোর্টে একজন কর্মরত কনস্টেবলের কাস্ট সার্টিফিকেট নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতেই লালবাজার ওই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy