দুর্গাপূজা মানে শুধু উৎসব নয়, শিল্প ও দর্শনের মেলবন্ধন। আর এই বছর সেই দর্শনকেই থিমে ফুটিয়ে তুলে আলোড়ন সৃষ্টি করেছে বর্ধমান শহরের আলমগঞ্জ বারোয়ারি। তাঁদের এবারের মূল ভাবনা ‘আমরা সকলে মায়াজালে আবদ্ধ’, যা মূর্ত হয়েছে ‘মায়াজাল’ থিমে।
প্রায় ৪০ লক্ষ টাকার বিশাল বাজেটে সাজানো এই থিম ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ শুধুমাত্র এই অনন্য থিমটি একনজর দেখার জন্য ভিড় জমিয়েছেন।
আলো-আঁধারির স্বপ্নময় জগৎ
থিমের সূক্ষ্ম পরিকল্পনা ও অভিনব বাস্তবায়ন নজর কেড়েছে সকলের। আলমগঞ্জ বারোয়ারির শিল্পীরা জীবনযাত্রার নানা জটিলতা, সম্পর্কের টানাপোড়েন এবং সমাজের নানা বন্ধনকে এক অদৃশ্য মায়াজালে আবদ্ধ হিসেবে তুলে ধরেছেন।
উপকরণ: আলোর ঝলকানি, রঙিন কাপড় কেটে তৈরি ফিতে এবং সঙ্গে শোলার শিল্পকর্মের মেলবন্ধনে মণ্ডপটি গড়ে উঠেছে এক অদ্ভুত মায়ার জগৎ।
আবহ: খোলা আকাশের নিচে মুক্ত মঞ্চে থিমটি সাজানোর ফলে দর্শকরা প্যান্ডেলে প্রবেশের মুহূর্ত থেকেই যেন এক স্বপ্নময় আবহে ডুবে যাচ্ছেন। রাতের আলো-আঁধারিতে সেই মায়াজাল আরও বহুগুণে বেড়ে যাচ্ছে।
আলমগঞ্জ বারোয়ারির সম্পাদক শুভাশীষ সিংহ বলেন, “মানুষ খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে থিম উপভোগ করছেন, এতে আমরাও অনেক খুশি। দর্শকদের মুখে তৃপ্তির হাসি দেখেই বোঝা যায়, আমাদের কষ্ট সার্থক।”
আবেগ ও ঐতিহ্যের ধারক
আলমগঞ্জ বারোয়ারি বর্ধমান শহরের মানুষের কাছে শুধুই একটি পুজো কমিটি নয়, বরং একটি আবেগ। বিগত কয়েক বছর ধরেই তারা দুর্গোৎসবের আবহে নতুন নতুন থিম উপহার দিয়ে চলেছে বর্ধমানবাসীকে।
বর্ধমান শহরের বাসিন্দা সমীর কুমার পাল জানান, “প্রত্যেক বছর অপেক্ষায় থাকি এই আলামগঞ্জ বারোয়ারি কী করবে সেটা দেখার জন্য। মায়াজাল সত্যিই খুব সুন্দর হয়েছে।”
সব মিলিয়ে, এই বছরের দুর্গাপূজায় বর্ধমান শহরের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে আলমগঞ্জ বারোয়ারির এই ‘মায়াজাল’ থিম।