অস্ত্রোপচারের পর এক রোগিণীর শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে কলকাতার এক বেসরকারি হাসপাতাল। এই ঘটনার জেরে হাসপাতালের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আব্দুল সুভান।
পুলিশ ও রোগীর পরিবার সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছিল রবিবার। একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া ওই রোগিণীর অস্ত্রোপচার হয়েছিল। অস্ত্রোপচারের পর তিনি যখন প্রায় অচেতন অবস্থায় ছিলেন, তখন তাকে ওটি থেকে অন্য কেবিনে স্থানান্তরের দায়িত্বে ছিলেন আব্দুল। অভিযোগ, সেই সময় আব্দুল রোগিণীর শ্লীলতাহানি করেন।
রোগিণী প্রায় অচেতন থাকলেও তিনি সবকিছু অনুভব করতে পারেন। পরে কিছুটা সুস্থ হলে তিনি পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনাটি খুলে বলেন। এরপর পরিবারের পক্ষ থেকে স্থানীয় একবালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। প্রথমে তারা রোগিণীর বয়ান রেকর্ড করে এবং এরপর হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজে শ্লীলতাহানির ঘটনাটি স্পষ্ট ধরা পড়েছে। ফুটেজ খতিয়ে দেখার পর পুলিশ সোমবার রাতে অভিযুক্ত আব্দুল সুভানকে গ্রেফতার করে।
এই ঘটনাটি হাসপাতালের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। অস্ত্রোপচারের পর একজন রোগিণীর নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, তাহলে সাধারণ ওয়ার্ডের রোগীদের নিরাপত্তা কোথায়, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। উল্লেখ্য, এর আগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় হাসপাতালের এক সিভিক ভলান্টিয়ারের সাজা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠল।