“কলকাতায় ১১.৫, শ্রীনিকেতনে ৬.৬!”-হাড় কাঁপানো শীতে জবুথবু বাংলা, উত্তুরে হাওয়ার দাপট কতদিন?

বাংলাজুড়ে এখন উত্তুরে হাওয়ার ‘পাওয়ার প্লে’ চলছে। কনকনে ঠান্ডায় কার্যত জবুথবু গোটা রাজ্য। কলকাতা থেকে জেলা—সবত্রই পারদ নেমেছে স্বাভাবিকের অনেকটা নীচে। আলিপুর আবহাওয়া দফতর বা IMD-র সর্বশেষ আপডেট অনুযায়ী, হাড় কাঁপানো এই শীতের আমেজ আরও কিছুদিন বজায় থাকবে।

আজ কলকাতার আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৪ ডিগ্রি কম। শহর সংলগ্ন দমদমে পারদ ছুঁয়েছে ১১.৩ ডিগ্রিতে। তবে শহরতলির হাওড়ায় ঠান্ডা আরও জাঁকিয়ে পড়েছে, সেখানে তাপমাত্রা মাত্র ৯ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকেও তাপমাত্রা ১২.৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শীতের দাপট আরও ভয়াবহ। আজ শ্রীনিকেতনে তাপমাত্রা নেমে গিয়েছে ৬.৬ ডিগ্রিতে, যা দক্ষিণবঙ্গের শীতলতম স্থানগুলোর মধ্যে অন্যতম। বাঁকুড়ায় তাপমাত্রা ৭.১ ডিগ্রি এবং আসানসোলে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বীরভূম, বর্ধমান এবং মুর্শিদাবাদেও পারদ ১০ ডিগ্রির নীচেই অবস্থান করছে।

উত্তরবঙ্গেও শীতের দাপট অব্যাহত। যথারীতি দার্জিলিং সবথেকে শীতল, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৩.২ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পং (৮.৩ ডিগ্রি) এবং মালদাতেও (৯.৭ ডিগ্রি) কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। উত্তরবঙ্গের কোচবিহারেও তাপমাত্রা ১০.৬ ডিগ্রির আশেপাশে।

আবহাওয়ার পূর্বাভাস: আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। তবে সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে এখনই শীত কমার কোনো লক্ষণ নেই; সেখানে হাড় কাঁপানো ঠান্ডা জারি থাকবে।

কুয়াশা নিয়ে সতর্কতা: তীব্র শীতের সাথে দোসর হয়েছে ঘন কুয়াশা। বিশেষ করে ভোরবেলা এবং ভোরের দিকে দৃশ্যমানতা অত্যন্ত কমে যাচ্ছে। পাহাড় থেকে সমতল—সর্বত্রই কুয়াশার দাপট বাড়ায় গাড়ি বা বাইক চালকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে অপ্রয়োজনে ভোরের দিকে রাস্তায় বের না হওয়াই শ্রেয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy