কলকাতা শহরে নাবালিকা যৌন হেনস্তার দুটি পৃথক ঘটনা প্রকাশ্যে আসায় শিশু ও মহিলাদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। দক্ষিণ বন্দর এবং গার্ডেনরিচ থানা এলাকায় ঘটেছে এই দুটি মর্মান্তিক ঘটনা। কলকাতা পুলিশ দুটি ক্ষেত্রেই অভিযুক্তদের গ্রেফতার করেছে।
কলকাতা পুলিশের ডিসি (বন্দর) হরি কৃষ্ণ পাই বলেন, “আমরা সমস্ত অভিযোগ গুরুত্ব সহকারে দেখছি। তদন্ত দ্রুত এগোচ্ছে এবং অভিযুক্তদের হেফাজতে নিয়ে জেরা চলছে।”
প্রথম ঘটনা (দক্ষিণ বন্দর):
প্রথম ঘটনাটি ঘটেছে গত মাসের শেষের দিকে দক্ষিণ বন্দর থানা এলাকায়। অভিযোগ, ওই এলাকার এক নাবালিকাকে তার পূর্বপরিচিত এক তরুণ কুতুবুদ্দিন শাহ মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে। এরপর কুতুবুদ্দিন এই ঘটনা চেপে যাওয়ার জন্য নাবালিকাকে হুমকিও দেয় বলে অভিযোগ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা জানতে পারলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সোমবার কুতুবুদ্দিনকে গ্রেফতার করেছে।
দ্বিতীয় ঘটনা (গার্ডেনরিচ):
অন্যদিকে, দ্বিতীয় ঘটনাটি ঘটেছে গত ১১ অক্টোবর, গার্ডেনরিচ থানা এলাকায়। অভিযোগ, স্থানীয় এক সোনার দোকানের ম্যানেজার ইমতিয়াজ আলম ৯ বছরের এক নাবালিকাকে উপর যৌন হেনস্তা করেন। জানা গিয়েছে, ওই নাবালিকা তার পরিচিত এক ব্যক্তির সঙ্গে দোকানের সামনে গিয়েছিল। অভিযুক্ত তাকে কৌশলে অন্যত্র নিয়ে গিয়ে নির্যাতন করে এবং ভয় দেখিয়ে বিষয়টি গোপন রাখতে চাপ দেয়।
প্রথমে নাবালিকা ভয়ে বিষয়টি চেপে গেলেও, রাতে সে অসুস্থ হয়ে পড়ে। বাড়ির লোকজন চাপ দিলে সে পুরো ঘটনা জানায়। এরপর পরিবারের অভিযোগের ভিত্তিতে এ দিন সকালে অভিযুক্ত ইমতিয়াজকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
কলকাতা পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও তদন্তের মাধ্যমে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। এক আধিকারিক বলেন, “নাবালিকাদের নিরাপত্তা আমাদের কাছে অগ্রাধিকার। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এলাকায় নজরদারি আরও জোরদার করা হচ্ছে।”