কলকাতায় এসে কি রাজুদার ‘পকেট পরোটা’ খাবেন মেসি? ভাইরাল ছবিকে বাস্তব করার প্রতিশ্রুতি দিলেন শতদ্রু দত্ত

বিশ্ব ফুটবলের সুপারস্টার লিওনেল মেসি ডিসেম্বরে ফের একবার কলকাতায় পা রাখতে চলেছেন। যুবভারতীতে তাঁকে দেখার উন্মাদনা তুঙ্গে, অনলাইনে ম্যাচের টিকিট মুহূর্তেই ‘সোল্ড আউট’। তবে এই সবকিছুর মাঝে এখন নতুন করে বাজার গরম করেছে একটি অবিশ্বাস্য জল্পনা—কলকাতায় এসে কি রাজুদার বিখ্যাত ‘পকেট পরোটা’ চেখে দেখবেন মেসি?

ভাইরাল ছবি ও প্রতিশ্রুতি:

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মেসি এবং জনপ্রিয় ফুড ব্লগারদের দৌলতে পরিচিত ‘রাজুদার পকেট পরোটা’-র বিক্রেতার একটি এআই (AI) জেনারেটেড ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, মেসি রাজুদার পরোটা খাচ্ছেন। এই মজাদার ছবিটিকে বাস্তব করার চ্যালেঞ্জ নিয়েছেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত।

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ভাইরাল ছবিটি শেয়ার করে শতদ্রু দত্ত লেখেন, “অনেকজন এই ছবিটা নিয়ে মজা করছে। কিন্তু আমার একটাই প্রশ্ন, এই লোকটা খেটেখুটে নিজের এলেমে কিছু করছে। পরোটা বেচলে কি স্বপ্ন দেখা যায় না! একটা কথা দিলাম, এই ছবিটা আমি বাস্তব করব। ইনি মেসিকে মিট করবেন। আমি দেখা করাব।”

মেসির কলকাতা সফর:

জানা যাচ্ছে, ডিসেম্বরে ভারত সফরে আসছেন লিওনেল মেসি। তাঁর সঙ্গে আসতে পারেন রডরিগো ডি’পল এবং ডেকো-র মতো তারকারাও। কলকাতা, দিল্লি, মুম্বই এবং আহমেদাবাদে তাঁদের যাওয়ার কথা রয়েছে। এর আগে ২০১১ সালে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলতে কলকাতায় এসেছিলেন মেসি।

এখন দেখার, শতদ্রু দত্ত তাঁর কথা রাখেন কি না! ডিসেম্বরে কলকাতায় পা রেখে বিশ্বজয়ী তারকা লিওনেল মেসি কি সত্যিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই পরোটা বিক্রেতা রাজুদার সঙ্গে দেখা করেন, সেদিকেই তাকিয়ে আছে কলকাতা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy