অবশেষে কাটতে চলেছে কলকাতা-দিঘা যাত্রাপথের দুর্ভোগ। দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের মারিসদায় ভেঙে যাওয়া কালভার্ট সেতু মেরামতের কাজ রাতভর যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলায়, আজ রবিবার দুপুরের মধ্যে যান চলাচল স্বাভাবিক হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর।
শনিবার দুপুরে মারিসদার কালভার্ট সেতু ভেঙে যাওয়ায় ওই জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। ফলে দিঘা থেকে কলকাতাগামী সমস্ত বাস ও গাড়িগুলিকে ঘুরপথে পাঠানো হচ্ছিল।
ঘুরপথে দুর্ভোগ:
গতকাল থেকেই কলকাতা-দিঘাগামী বাসগুলিকে কাঁথি থেকে এগরা হয়ে বাজকুল ও কালিনগর দিয়ে ঘোরানো হচ্ছিল। অন্যদিকে, দিঘাগামী বাসগুলিকে হেড়িয়া, ইটাবেরিয়া ও এগরা হয়ে ঘুরপথে যেতে হচ্ছিল। এর ফলে সাধারণ যাত্রীদের অতিরিক্ত সময় নষ্ট হওয়ার পাশাপাশি গুণতে হচ্ছিল অতিরিক্ত ভাড়াও। এই পরিস্থিতিতে সরকারি বাস চললেও, রবিবার বেসরকারি বাস চলাচল এখনও পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
আজই মিলবে মুক্তি:
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কালভার্ট মেরামতের কাজ শেষের পথে। আজ রবিবারের মধ্যেই রাস্তা খুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার বিষয়ে আশাবাদী প্রশাসন। প্রাথমিকভাবে ছোট গাড়িগুলিকে আগে ছাড়া হবে। এরপর ধীরে ধীরে বড় গাড়ি এবং বাস চলাচলের অনুমতি দেওয়া হবে। এতে দ্রুত স্বাভাবিক হবে দিঘা-কলকাতা রুটের পরিষেবা এবং যাত্রীদের দুর্ভোগ কমবে বলে মনে করা হচ্ছে।