কর্মরত শিক্ষক দম্পতির বাড়িতে চুরি, দেড় মাসের মধ্যে চারজন গ্রেফতার

দিনের বেলায় কর্মরত এক শিক্ষক দম্পতির বাড়িতে চুরির ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করে দেড় মাসের মধ্যে রহস্যের কিনারা করল ফালাকাটা থানার পুলিশ। পুলিশের এই সাফল্যে জেলাজুড়ে ব্যাপক সাড়া পড়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া বিপুল পরিমাণ সোনা ও রুপোর গয়না।

ঘটনাটি ঘটেছিল গত ১৮ই জুন। ফালাকাটা শহরের দুলাল দোকান এলাকার বাসিন্দা অনুপম বর্মন এবং তার স্ত্রী দুজনেই পেশায় শিক্ষক। প্রতিদিনের মতো সেদিনও তারা অফিসে বেরিয়ে গেলে ফাঁকা বাড়ির সুযোগ নেয় দুষ্কৃতীরা। বাড়ির দরজা ও গ্রিল ভেঙে আলমারি থেকে সোনা ও রুপোর গয়না চুরি করে তারা চম্পট দেয়। বাড়ি ফিরে চুরির ঘটনা টের পেয়ে দম্পতি ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ ঘটনার পর পরই তদন্ত শুরু করে। তদন্তকারী দল প্রথমে কোচবিহার জেলার মাথাভাঙা থেকে অখিল শাহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে বীরপাড়ার পাপ্পু সাহানি, আকাশ শাহ এবং ফালাকাটার নরসিংহপুরের পবন রায়কেও গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে মোট ৭৬.১৭ গ্রাম সোনার গয়না এবং ৮৬০.২১ গ্রাম রুপোর গয়না উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

গ্রেফতারকৃত চারজনকেই আজ আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হয়েছে। পুলিশ তাদের ১৪ দিনের রিমান্ড চেয়েছে। এই ঘটনার দ্রুত সমাধান হওয়ায় এলাকার সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এবং ফালাকাটা থানার পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy