করবা চৌথের উপোস ভেঙেই রাস্তায় স্বামীর কীর্তি ফাঁস! প্রেমিকার সঙ্গে শপিং করতে গিয়ে হাতেনাতে ধরা, হাইভোল্টেজ ড্রামা

স্বামীর দীর্ঘায়ু কামনায় উপোস করেছিলেন স্ত্রী। কিন্তু সেই উপোস ভাঙার আগেই রাস্তায় পা রেখে মাথায় বাজ পড়ার মতো অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিনি। করবা চৌথের দিনেই প্রেমিকার সঙ্গে ঘুরে ঘুরে চুটিয়ে শপিং করছিলেন স্বামী। আর তাতেই ভরা রাস্তায় হাতেনাতে স্বামীকে ধরে ফেললেন স্ত্রী। এরপর প্রায় দেড় ঘণ্টা চলল হাইভোল্টেজ ড্রামা!

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত শুক্রবার করবা চৌথের রাতেই ঘটনাটি ঘটেছে ইন্দোরের নন্দ নগর এলাকায়। ওই যুবক আরবান অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের কর্মী, তাঁর নাম সন্দীপ শামি।

স্ত্রী ধরলেন এক হাত, প্রেমিকা ধরলেন আরেক হাত!
জানা যায়, স্ত্রী চুপিচুপি স্বামীর উপর নজরদারি চালাচ্ছিলেন। করবা চৌথের রাতে প্রেমিকার সঙ্গে স্বামীকে দেখেই, স্ত্রী পিছন থেকে খপ করে তাঁর হাত ধরে ফেলেন। এরপরই শুরু হয় তুমুল কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার নাটকীয় মোড় ছিল তুঙ্গে। স্বামীর এক হাত যখন স্ত্রী ধরে আছেন, অন্য হাত তখন শক্ত করে ধরেছিলেন তাঁর প্রেমিকা! গোটা ঝামেলা চলাকালীন যুবকের প্রেমিকা পালিয়ে যাননি, বরং স্বামীর সঙ্গেই দাঁড়িয়ে ছিলেন। ভরা রাস্তায় প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই ঝগড়া দেখতে পথচলতি মানুষের চক্ষু চড়কগাছ। স্বামীর প্রতারণার জবাবদিহি চেয়ে রাস্তার মাঝেই চিৎকার করতে থাকেন স্ত্রী। করবা চৌথের দিনেই প্রেমিকার সঙ্গে ঘুরতে বেরিয়ে চরম হেনস্থার শিকার হন ওই যুবক।

অন্যদিকে, প্রথম করবা চৌথেই মর্মান্তিক পরিণতি! শাড়ি না পেয়ে স্বামীর উপর অভিমানে আত্মঘাতী নববধূ
উত্তরপ্রদেশ থেকে এসেছে আরও একটি মর্মান্তিক খবর। চলতি বছরে করবা চৌথের দিনেই স্বামীর উপর অভিমানে আত্মঘাতী হয়েছেন এক ২৫ বছর বয়সি তরুণী।

উত্তরপ্রদেশের শাহজাহানপুরের বাসিন্দা বাবলি নামের ওই তরুণীর মাত্র ১০ মাস আগেই ধর্মপালের সঙ্গে বিয়ে হয়েছিল। বিয়ের পর এটিই ছিল তাঁদের প্রথম করবা চৌথ। বাবলি চেয়েছিলেন স্বামীর কাছে আবদার করে নতুন শাড়ি কিনে সেই শাড়ি পরেই উৎসব পালন করবেন।

কিন্তু ধর্মপাল তাঁকে নতুন শাড়ি কিনে দেননি। এই রাগে, দুঃখে তিনি স্বামীর সঙ্গে তুমুল ঝামেলা শুরু করেন। বচসা এমন পর্যায়ে পৌঁছয় যে পরিবারের সদস্যরাও তা সামলাতে হিমশিম খান। ঝগড়ার কিছুক্ষণ পরই বাবলি বাড়ির মধ্যে গলায় ফাঁস লাগিয়ে চরম পদক্ষেপ করেন। স্বামীর সঙ্গে ঝগড়ার জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে জানা গেছে। পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy