কম বাজেটে প্রিমিয়াম অনুভূতি! ২০২৬ টাটা পাঞ্চে থাকছে ADAS থেকে দুর্দান্ত টার্বো ইঞ্জিন; কেনার আগে দেখে নিন।

ভারতীয় অটোমোবাইল বাজারে নতুন বছর মানেই নতুন ধামাকা! মধ্যবিত্তের পছন্দের গাড়ি Tata Punch এবার সম্পূর্ণ নতুন অবতারে হাজির হতে চলেছে। আগামী ১৩ জানুয়ারি অফিশিয়ালি লঞ্চ হবে ২০২৬ টাটা পাঞ্চ ফেসলিফট। লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল এর লুক এবং দুর্ধর্ষ সব ফিচারের তালিকা।

বাহ্যিক সাজে Punch EV-র ছোঁয়া

নতুন ২০২৬ মডেলটিতে ডিজাইনের দিক থেকে বড়সড় রদবদল করেছে টাটা মোটরস। আল্ট্রোজ (Altroz) এবং পাঞ্চ ইভি-র (Punch EV) আদলে এতে দেওয়া হয়েছে:

  • LED DRLs ও নতুন হেডল্যাম্প: আগের হ্যালোজেন লাইটের বদলে এখন থাকছে স্লিক LED DRLs এবং আধুনিক প্রোজেক্টর হেডল্যাম্প।

  • আক্রমণাত্মক লুক: সামনের বাম্পারে বড় এয়ারড্যাম এবং ব্ল্যাক ক্লাডিং গাড়িটিকে আরও ‘চাঙ্কি’ এবং মাসকুলার লুক দিয়েছে।

  • কানেক্টেড টেল ল্যাম্প: পেছনের দিকে স্টাইলিশ কানেক্টেড LED টেল ল্যাম্প এবং রি-স্টাইলড বাম্পার গাড়িটির প্রিমিয়াম ভাব বাড়িয়ে তুলেছে।

  • অ্যালয় হুইল: নতুন ডিজাইনের ১৬ ইঞ্চির অ্যালয় হুইল সাইড প্রোফাইলকে করেছে আরও আকর্ষণীয়।

ইন্টেরিয়রে ৫টি বড় পরিবর্তন

গাড়ির কেবিনেও এসেছে আধুনিকতার ছোঁয়া। মূলত পাঁচটি প্রধান পরিবর্তন আপনার নজর কাড়বে:

  1. স্মার্ট স্টিয়ারিং: নেক্সনের মতো ২-স্পোক স্টিয়ারিং হুইল, যাতে রয়েছে টাটার আলোকিত (Illuminated) লোগো।

  2. টাচ কন্ট্রোল: এসির জন্য এখন আর পুরনো বাটন নয়, থাকছে সম্পূর্ণ টাচ-নির্ভর প্যানেল।

  3. নতুন আপহোলস্ট্রে: আরামদায়ক সফরের জন্য গ্রে এবং নীল রঙের ডুয়াল টোন সিট কভার।

  4. ডিজিটাল ক্লাস্টার: ড্রাইভারের জন্য থাকছে ৭ ইঞ্চির ফুল ডিজিটাল ডিসপ্লে।

  5. বিশাল ইনফোটেইনমেন্ট: বিনোদনের জন্য থাকছে ১০.২৫ ইঞ্চির বড় টাচস্ক্রিন সিস্টেম।

সবচেয়ে বড় চমক: নতুন টার্বো ইঞ্জিন

পারফরম্যান্সের দিক থেকে বড় লিফ্ট পেতে চলেছে ২০২৬ টাটা পাঞ্চ। এবার ১.২ লিটারের রেভোট্রন পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি যুক্ত হচ্ছে শক্তিশালী টার্বো পেট্রোল ইঞ্জিন

একনজরে ইঞ্জিনের তুলনামূলক শক্তি:

ইঞ্জিন অপশন শক্তি (Power) টর্ক (Torque) ট্রান্সমিশন
১.২ লিটার পেট্রোল ৮৮ PS ১১৫ Nm ৫-স্পিড ম্যানুয়াল/AMT
১.২ লিটার CNG ৭৩.৫ PS ১০৩ Nm ৫-স্পিড ম্যানুয়াল
১.২ লিটার টার্বো (নতুন) ১২০ PS ১৭০ Nm ৬-স্পিড ম্যানুয়াল

বিশেষ দ্রষ্টব্য: সূত্র মারফত জানা যাচ্ছে, নিরাপত্তার জন্য টাটা এই মডেলে ADAS এবং ৩৬০-ডিগ্রি ক্যামেরার মতো উচ্চমানের ফিচারও যোগ করতে পারে, যা এই সেগমেন্টের প্রতিযোগীদের কড়া টক্কর দেবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy