‘কমিশনের হাতে ৪০ BLO মৃত্যুর রক্ত’, SIR স্থগিতের দাবিতে ক্ষোভ উগরে দিল তৃণমূল

দিল্লিতে নির্বাচন কমিশনের (ECI) সদর দফতরে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া নিয়ে বৈঠকের পর তীব্র ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল দাবি করেছে, প্রায় দুই ঘণ্টা বৈঠক করেও তাদের তোলা কোনো প্রশ্নের সদুত্তর মেলেনি।

সিইসি-র হাতে ‘মৃত্যুর রক্ত’:

বৈঠক শেষে বেরিয়ে এসে ডেরেক ও ব্রায়েন সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, “আমরা এদিন কমিশনকে ৫টি প্রশ্ন করেছিলাম। কিন্তু কমিশন একটি প্রশ্নেরও সদুত্তর দিতে পারেনি।”

সবচেয়ে বিস্ফোরক উক্তি করে ডেরেক জানান, “এসআইআর-এর কাজ করতে গিয়ে মৃত ৪০ জন বিএলও-এর নামের তালিকা আমরা নির্বাচন কমিশনের দফতরে জমা দিয়েছি। মুখ্য নির্বাচন কমিশনারের হাতে এই মৃত্যুর রক্ত লেগে আছে।

‘গল্পগুজবে’ কাটল এক ঘণ্টা:

ডেরেক ছাড়াও তৃণমূলের প্রতিনিধি দলে থাকা সাংসদ শতাব্দী রায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, “দু’ঘণ্টা আমাদের বৈঠক হয়েছে। এরমধ্যে জ্ঞানেশ কুমার (মুখ্য নির্বাচন কমিশনার) নিজে আমাদের সঙ্গে ১ ঘণ্টা কথা বলেছেন। অনেক গল্পগুজব শুনিয়েছেন। কিন্তু আমরা যে পাঁচটি প্রশ্ন রেখেছিলাম, পাঁচটির কোনও উত্তরই দিতে পারেননি মুখ্য নির্বাচন কমিশনার।”

তৃণমূলের মূল দাবি:

তৃণমূলের প্রতিনিধি দলের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের কাছে তাদের প্রধান দাবি ছিল SIR প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করা। পাশাপাশি, মৃত ৪০ জন বিএলও-এর তালিকা জমা দিয়ে ঘাসফুলের প্রতিনিধিরা প্রশ্ন তোলেন—এই মৃত্যুগুলির দায় কে নেবে?

উল্লেখ্য, গত সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, SIR বিরোধী আন্দোলনে নামবে তৃণমূল। সেই নির্দেশেই ডেরেক ও ব্রায়েন, শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র-সহ মোট ১০ জন সাংসদের একটি দল এদিন দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে বৈঠক করে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy