কবে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ? স্পষ্ট যা জানিয়ে দিল হাইকোর্ট

জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ নিয়ে জটিলতা কাটছে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, রাজ্যকে আগামী ১৫ দিনের মধ্যে নতুন করে মেধা তালিকা তৈরি করতে হবে। আগের ৬৬টি তালিকা ধরে ৭ শতাংশ ওবিসি সংরক্ষণের নিয়ম মেনে এই নতুন প্যানেল তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশের কারণে বোর্ড জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করতে পারেনি। বিচারপতি কৌশিক চন্দ বলেন, ওবিসি এ এবং ওবিসি বি অনুযায়ী যে মেধা তালিকা তৈরি হয়েছিল, তা অনুযায়ী ফল প্রকাশ করা যাবে না। ২২শে মে ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, ৬৬টি ওবিসি তালিকা মেনে নতুন করে মেধা তালিকা তৈরি করে ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

এদিনের শুনানির শুরুতে বিচারপতি কৌশিক চন্দ বলেন, “শীর্ষ আদালত একটি নির্দেশ দিয়েছে। আদালত জানতে চায় রাজ্য কী করছে? শীর্ষ আদালতের রায়ের প্রভাব কী পড়বে?” জবাবে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে সওয়াল করে বলেন, “আমরা আজই জয়েন্টের ফল প্রকাশ করব। ২০২৫-এর ভর্তি পরে হোক, তাতে কোনো অসুবিধা নেই।” তিনি আরও উল্লেখ করেন যে, এক্ষেত্রে শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে।

তখন বিচারপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চান, “সেক্ষেত্রে ওবিসি এ ও ওবিসি বি কীভাবে যুক্ত হবে?” উত্তরে কল্যাণ বলেন, “হ্যাঁ হবে। যাঁদের সার্টিফিকেট বাতিল হয়েছিল, তাঁরা পোর্টালে আবেদন করবেন। ফিনান্সিয়াল স্ট্যাটাস জমা দিতে হবে।”

এরপর বিচারপতি প্রশ্ন করেন, “পেন্ডিং অ্যাডমিশনের ক্ষেত্রে কীভাবে এই নোটিফিকেশন কাজে লাগাতে পারেন?” তিনি তখন স্পষ্ট জানিয়ে দেন, “দুই ক্যাটেগরি যুক্ত করলে রেজাল্ট প্রকাশ করতে দেব না। কারণ শীর্ষ আদালত হাইকোর্টের রায় খারিজ করে দেননি। পুরনো ভর্তির ক্ষেত্রে ৭ শতাংশ সংরক্ষণ মানতে হবে।”

এই নির্দেশের পর জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে আরও বিলম্ব হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy